পরমাণু যুদ্ধের আশঙ্কা ক্রমশ বাড়ছে। এমনই হুশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ মানবাধিকার কাউন্সিলের বার্ষিক অনুষ্ঠানে একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া বার্তায় ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এখনও বহু দিন চলবে।
তাঁরা সামরিক অভিযান থামাবেন না। তবে সেনা-বহর বাড়ানো হবে না এখনই।ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। সেটা লুকোনো ঠিক হবে না। তবে তারা পাগল হয়ে যাননি। পরমাণু অস্ত্র কী, তারা জানেন। রেজারের মতো এই অস্ত্র হাতে নিয়ে তারা গোটা পৃথিবীতে তাণ্ডব চালাবেন না।রাশিয়ার অন্তত অন্য দেশের এলাকায় পরমাণু অস্ত্র বসানো নেই, কৌশলগত ভাবেও নেই। আমেরিকানদের কিন্তু রয়েছে তুরস্কে। ইউরোপের আরও কিছু দেশে আছে। নিজেরা এই ধরনের কাজ করা সত্ত্বেও পশ্চিমের দেশগুলি রাশিয়ার ভাবমূর্তি ধ্বংস করতে উঠেপড়ে লেগেছে। তারা এমন ভাব দেখাচ্ছে, যেন রাশিয়া কোনও দ্বিতীয় শ্রেণির দেশ, তাদের কোনও অধিকারই নেই।