Monday, September 25, 2023
লাইফস্টাইলডেঙ্গি জ্বরে মৃত্যু হয় কেন? 

ডেঙ্গি জ্বরে মৃত্যু হয় কেন? 

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গিতে আক্রান্ত রোগীর সংখ্যা।কলকাতাতেও কেবল বয়স্ক কিংবা শিশুরাই নন, মাঝবয়সিরাও ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন। বাড়ছে মৃত্যুর সংখ্যা। তবে দিন দিন ডেঙ্গিতে মৃত্যুহার বেড়ে যাওয়ার কারণ কী?

চিকিৎসকরা বলছেন,ডেঙ্গিতে জ্বরই কিন্তু একমাত্র লক্ষণ নয়,যা দেখে সতর্ক হতে হবে।জ্বর সেরে গিয়েছে মানেই যে ডেঙ্গি রোগী সুস্থ হয়ে গিয়েছেন, এমনটা ধরে নিয়েই বিপদের ঝুঁকি বাড়িয়ে তুলছেন সাধারণ মানুষ।জ্বর সেরে গেলেও ৪৮ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টা ডেঙ্গি রোগীকে বিশেষ নজরে রাখা ভীষণ জরুরি। এ সময়ে কিছু লক্ষণ অবহেলা করলেই বাড়তে পারে বিপদের আশঙ্কা।এখন প্রশ্ন হলো,কেবল মাত্র প্লেটলেট কমে যাওয়ার কারণেই কি ডেঙ্গি রোগীর মৃত্যু হয়? আসলে ডেঙ্গিতে আক্রান্ত হলে শরীরে জলের ঘাটতি শুরু হয়। শরীরের কোষগুলিতে জল কমে যাওয়ার কারণে বিভিন্ন অঙ্গে কাজ ব্যহত হয়।রোগীর শারীরিক পরিস্থিতি বাড়াবাড়ি পর্যায় পৌঁছলে ফুসফুস, হৃদ‌্‌যন্ত্র, লিভারের মতো একাধিক অঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। এই অবস্থায় মাল্টি অর্গান ফেলিয়োর-এর কারণেই ডেঙ্গি রোগে মৃত্যু হয় রোগীর।সেইসঙ্গে ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার পর প্রথম ক’দিন যেমন ডেঙ্গি ভাইরাস রক্তনালি ও কোষগুলি থেকে জল টেনে বার করে আনে,তেমনই কয়েক দিন পর আবার সেই জল কোষে ফেরত পাঠিয়ে দেয়।তাই ডেঙ্গি রোগীকে স্যালাইন বা ফ্লুইড কখন বেশি দিতে হবে,কখন আবার স্যালাইনের মাত্রা কমিয়ে আনতে হবে,সে দিকে খেয়াল রাখা ভীষণ গুরুত্বপূর্ণ। অনেক সময়ে এমন হয় যখন রোগীর কোষে জল ফেরত চলে যাওয়ার পরেও বাইরে থেকে শরীরে আরও ফ্লুইড দেওয়া হয়।শরীরে জল বেশি হয়ে গেলে আবার রক্তচাপ বেড়ে গিয়ে হৃদ‌্‌যন্ত্রের উপর চাপ তৈরি হয়ে হার্ট ফেল হয়ে রোগীর মৃত্যু হয়।অন্যদিকে, যাঁদের এক বার ডেঙ্গি হয়ে গিয়েছে, তাঁদের দ্বিতীয় বার বা তৃতীয় বার ডেঙ্গি হলে তা মারাত্মক অবস্থায় পৌঁছে যেতে পারে।হেমারেজিক ডেঙ্গি এ ক্ষেত্রে বেশি চিন্তার। হেমারেজিক-এর অর্থ রক্তপাত। রোগীর শরীরের বিভিন্ন ধমনী এবং শিরা ফেটে গিয়ে হুহু করে রক্ত এবং প্লাজমা বেরিয়ে যেতে শুরু করে। বাইরে থেকে রক্ত দিলেও অনবরত রক্তক্ষরণে রোগীর অবস্থা ক্রমশ জটিল হয়ে ওঠে। শেষ পর্যন্ত রোগীর মৃত্যু হয়।চিকিৎসকদের মতে, অনেকের ক্ষেত্রে ডেঙ্গি রোগীর জ্বর কমলেও সঙ্কটজনক অবস্থার লক্ষণগুলি প্রথমেই বুঝতে পারেন না কেউ কেউ। ফলে হাসপাতালে ভর্তি হতে দেরি হওয়ায় অবস্থা সঙ্কটজনক হয়ে বিপদ ঘটছে। তাই ডেঙ্গির উপসর্গ দেখা মাত্রই সময় অপচয় না করে চিকিৎসকের পরমর্শ নিন। এই অবস্থায় জ্বর হলেই সাবধান হোন।

More News

বাংলাদেশে ডেঙ্গির দাপট, মৃত বেড়ে ৯০০

0
পশ্চিমবঙ্গের সঙ্গেই বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে ডেঙ্গি। চলতি বছরে বাংলাদেশে ডেঙ্গিতে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়ে...

দুই বঙ্গেই ডেঙ্গির দাপট, দক্ষিণ দমদমে ফের মৃত্যু

0
পুজোর আগে পরপর মৃত্যুতে ভয় ধরাচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি। আবারও দক্ষিণ দমদম পুরসভা এলাকার বাঙুরের...

ডেঙ্গি রুখে সমাজকে বাঁচান, বার্তা রূপম-দেবের   

0
কলকাতা-সহ রাজ্যে একের পর এক প্রাণ কাড়ছে ডেঙ্গি। তথ্য বলছে ৭ দিনে নতুন করে সাড়ে...