Tuesday, September 27, 2022
বিনোদনআগামী ইদেই আসছে টাইগার থ্রি 

আগামী ইদেই আসছে টাইগার থ্রি 

টাইগার ফ্র্যাঞ্চাইজির ১০ বছর পাড়, এবার টাইগার থ্রি নিয়ে আসছেন সলমন খান। স্বাধীনতা দিবসে, সোশ্যাল মিডিয়ায় এমনটা জানিয়েছেন সলমন নিজেই।
ফের একবার স্পাই এজেন্ট সলমান খান আর ক্যাটরিনা কাইফ-র সোয়্যাগ দেখবে দর্শক। জানা গিয়েছে, এই ছবিতে সলমন, ক্যাটরিনা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে ইমরান হাশমিকেও দেখা যাবে। আর টাইগার থ্রি পরিচালনায় মনীশ শর্মা এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন আদিত্য চোপড়া। প্রসঙ্গত, প্রতি বছরের ইদেই মুক্তি পায় সলমনের ছবি। এ বছর করোনার জেরে শুটিং শিডিউলের হেরফের হওয়ার কারণে দাবাং খানের কোনও সিনেমা মুক্তি পায়নি। তবে, ২০২২-র ইদ না হলেও আগামী বছরের ইদের দিনটি টাইগার থ্রি নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন ভাইজান। প্রসঙ্গত, টাইগার থ্রি-এর আগের পার্ট এক থা টাইগার এবং টাইগার জিন্দা হ্যায় দারুণ সুপারহিট হয়েছিল। এবার অপেক্ষা ২০২৩ সালের। ২১ এপ্রিল হিন্দি সহ তামিল ও তেলুগুতেও রিলিজ করবে বহু প্রতীক্ষিত টাইগার থ্রি।

More News

আরবিক কুথুর গানে ক্যাটরিনা

0
থালাপতি বিজয়ের গানে এবার ভাইরাল ক্যাটরিনা কাইফ। তামিলনাড়ুর একটি স্কুলের মেমোরিয়াল ইভেন্টে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই পড়ুয়াদের...

ঐশ্বর্যের টেকের আগে আরাধ্যার অ্যাকশন

0
মা ঐশ্বর্যের শুটিং শুরুর আগে অ্যাকশন বলেছিল আরাধ্যা। এমনটাই জানিয়েছেন ঐশ্বর্য রাই নিজেই। সম্প্রতি, পোন্নিয়িন সেলভান-র...

আমির কন্যা ইরা-র বাগদান

0
শ্বশুর আমির খান ফিল্মি মানুষ, তাই মেয়ে ইরাকে ফিল্মি আদলেই বিয়ের প্রস্তাব দিয়েছেন নূপুর শিখরে।...