Sunday, March 26, 2023
প্রযুক্তিসম্পর্কের ধরন যোগ করল টিন্ডার

সম্পর্কের ধরন যোগ করল টিন্ডার

ইউজারের প্রোফাইলে কাঙ্ক্ষিত সম্পর্কের ধরন ও পছন্দের জেন্ডারভিত্তিক সর্বনাম অ্যাড করার সুবিধা ঘোষণা করেছে জনপ্রিয় ডেটিং প্ল্যাটফর্ম টিন্ডার। উদাহরণ হিসেবে, ইউজার এখন থেকে নির্দিষ্ট করে জানাতে পারবেন, তিনি একগামী বা বহুগামী সম্পর্ক চাইছেন কি না বা, এখনও বোঝার চেষ্টা করছেন কি না।

এর পাশাপাশি, পছন্দের জেন্ডার সর্বনাম তালিকাভুক্ত করার সুবিধাও অ্যাড হয়েছে প্ল্যাটফর্মটিতে।টিন্ডারের মালিক কোম্পানি ম্যাচ গ্রুপের আরেক ডেটিং অ্যাপ ,হিঞ্জ গত বছর এই প্রোফাইল অপশনগুলো অ্যাপে অ্যাড করেছিল। টিন্ডারের দুটো নতুন ফিচারই ওই অ্যাপ থেকে ধার করা বলে অনেকে অভিযোগ করেছে।টিন্ডারের নতুন রিলেশনশিপ-টাইপ অপশনগুলো এসেছে তুলনামূলক কম প্রচলিত ডেটিং পদ্ধতির প্রতি আগ্রহ বেড়ে যাওয়ার কারণে।এর মধ্যে রয়েছে একগামী সম্পর্ক, নৈতিক বহুগামী সম্পর্ক, ওপেন সম্পর্ক, একইসঙ্গে একাধিক সম্পর্কে জড়ানো বা পলিআমরি এবং অনুসন্ধানের জন্য উন্মুক্ত সম্পর্ক।কোম্পানি এক গবেষণাপত্রের উদ্ধৃতি দিয়েছে, যেখানে ১৮ থেকে ২৫ বছর বয়সী চার হাজার ব্যক্তির ৪১ শতাংশই বহুগামী সম্পর্কের জন্য ওপেন বা এর খোঁজে আছেন। এর মধ্যে অন্যান্য জনপ্রিয় সম্পর্কগুলোর বেলায় ওপেন সম্পর্কে ইচ্ছুক ৩৬ শতাংশ ও অনুক্রমিক পলিআমরি সম্পর্কে ইচ্ছুক ২৬ শতাংশ।সম্ভবত একই ধরনের সমালোচনামূলক এক সমীক্ষা থেকে ইঙ্গিত মিলেছে, যে কোনও জেন্ডারের ৭৩ শতাংশ তরুণ সিংগল ব্যক্তিরা বলেন, তারা এমন কাউকে চান যিনি স্পষ্টভাবেই জানেন, তারা কী চান। বেশিরভাগ ব্যক্তি এমন কারও সঙ্গে সময় নষ্ট করতে চান না, যাদের চাওয়া তার সঙ্গে মেলে না।

More News

টিন্ডারে নিরাপত্তা ফিচার,ইনকগনিটো মোড

0
নিরাপদ ইন্টারনেট দিবস ও আসন্ন ভালোবাসা দিবসের কথা বিবেচনা করে ইউজারদের প্রোফাইলে কয়েকটি নতুন নিরাপত্তা...