ত্রিপুরায় বিরাট ধাক্কার মুখে বিজেপি! রাজ্য সরকারের উপর থেকে সমর্থন তুলে নেওয়ার হুঁশিয়ারি শরিক তিপ্রা মোথার বিধায়কের। যার ফলে আচমকা সংকটে যেতে পারে ত্রিপুরার বিজেপি সরকার। ত্রিপুরায় জনজাতিদের কল্যাণে যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল, রাজ্য বা কেন্দ্র কোনও সরকারই সেই চুক্তি মানছে না।
এই অজুহাতে বিজেপি সরকারের থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিপ্রা মোথার বিধায়ক দেববর্মা। আাগমী ২০ জুলাই দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। যদিও তিপ্রার প্রাক্তন প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মা আবার সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত জানেন না বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, সমর্থন প্রত্যাহারের খবরে সত্যতা নেই। শনিবার সাংবাদিক সম্মেলনে রঞ্জিত দেবর্বমা দাবি করেছেন, ত্রিপুরায় জনজাতি কল্যাণে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল। কিন্তু একবছর অতিক্রান্ত হয়ে গেলেও ত্রিপাক্ষিক চুক্তি মানছে না রাজ্য ও কেন্দ্র সরকার। ভিলেজ কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে না। একাধিকবার এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কিছুই হচ্ছে না।
ফলে শরিক হিসাবে সরকারে থাকার দরকার দল মনে করছে না। শেষ পর্যন্ত তিপ্রা সমর্থন প্রত্যাহার করলে ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভায় দুর্বল হবে জোট সরকার। তবে বিজেপির ৩৩ এবং আইপিএফটির ১ বিধায়ক থাকায় এখনই সরকারে সংকট আসার কথা নয়।