গরু পাচার-কাণ্ডে ইডি-র অধীনে থাকা সব মামলা রাজধানী থেকে রাজ্যে স্থানান্তরিত করার জন্য দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত মণ্ডল।এই মামলার শুনানি হবে শনিবার। রাউস আদালতের বিচারপতি রঘুবীর সিং -এর বেঞ্চে হবে এই মামলার শুনানি।
সিবিআই-এর হাতে গ্রেফতার হওয়ার পর দীর্ঘদিন আসানসোল জেলে ছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। পরে মার্চ মাসে ইডি জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলকে আসানসোল থেকে দিল্লি নিয়ে যায়। দিল্লি যাওয়ার ক্ষেত্রে প্রথম থেকেই আপত্তি ছিল অনুব্রত মণ্ডলের। আদালতে আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। এবার সেই তিহাড় থেকে মুক্তি পেতে তৎপর হয়েছেন গরু পাচার মামলার অন্যতম অভিযুক্ত।অন্যদিকে, এদিন আসানসোল আদালতে ভার্চুয়াল শুনানিতে বিচারকের কাছে জামিনের জন্য কাকুতি মিনতি করেছেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি। বিচারকের কাছে একই সুরে জামিনের আবেদন করতে শোনা গিয়েছে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকেও। শুনানিতে তাঁদের আবেদনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন আসানসোল আদালতের বিচারক।