বিরোধীদের হাত-পা গুঁড়ো করে দেওয়ার হুমকি দিয়ে ফের চর্চায় ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। কাশীপুরের গানেরআইট গ্রামে বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে গানেরআইট এলাকায় প্রতিবাদ সভা করেন আরাবুল।
সেই সভা থেকে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে আরাবুল বলেছেন অবিলম্বে বিস্ফোরণে অভিযুক্ত আইএসএফ কর্মীদের গ্রেফতার করা না হলে থানা ঘেরাও হবে। পাশাপাশি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেছেন যাঁরা তৃণমূলের বিরুদ্ধে খারাপ ভাষা বলতে তাদের গ্রামের ভিতর ধরে আনতে। এরপর হাত-পা বেধে গুঁড়ো করে দিতে। মঙ্গলবার বিস্ফোরণে তৃণমূল কর্মী শরিফুল মোল্লার বাড়ির একাংশ ভেঙে পড়ে। জখম হন শরিফুলের স্ত্রী রোশনারা বিবি। তৃণমূলের অভিযোগ আইএসএফ কর্মীরাই বোমা ছুঁড়েছে। এই ঘটনায় কাশীপুর থানায় ১৩ জন আইএসএফ কর্মীর নামে অভিযোগ দায়ের করে তৃণমূল।