এবার রাজ্যের বিরোধী দলনেতার কার্টুন নিয়ে প্রচার শুরু করল তৃণমূল। তৃণমূলের সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের নামে কলকাতা থেকে জেলায় জেলায় কার্টুন সহ ফ্লেক্সে নিরুদ্দেশ সংক্রান্ত ঘোষণা হয়েছে।
ওই ফ্লেক্সে একটি কার্টুন চরিত্র আঁকা হয়েছে যাকে দেখতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মত হলেও কোনও নাম উল্লেখ করা হয়নি। ওই ফ্লেক্সে কার্টুন চরিত্রের বাড়ি, কী অসুখ, কেমন দেখতে, শরীরে বিশেষ চিহ্নের উল্লেখ করা হয়েছে। সল্টলেকের করুণাময়ী, বিকাশভবন, বিধাননগর, হাওড়া, বর্ধমান সহ নানা জায়গায় এই ফেক্স টাঙানো হয়েছে।