Monday, March 27, 2023
লাইফস্টাইলওজন নিয়ন্ত্রণে রাখতে

ওজন নিয়ন্ত্রণে রাখতে

মেদ ঝরানোর কোনও সহজ উপায় নেই। পরিশ্রম না করলে ওজন নিয়ন্ত্রণে রাখাও মুশকিল।

রোগা হতে চান যাঁরা, অনেকেই নিয়মিত জিমে যান,সিঁড়ি দিয়ে ওঠানামা করেন, বাইরের খাবার একেবারেই খান না।আরও অনেক নিয়ম মেনে চলেন।তবে রোগা হতে গেলে খাওয়াদাওয়ায় রাশ টানা প্রয়োজন। সেটা সবচেয়ে জরুরি।পুষ্টিবিদরা রোগা হওয়ার এই পর্বে সব সময়ে স্বাস্থ্যকর খাবার খাওয়ার কথা বলে থাকেন।পাতে বেশি করে প্রোটিন রাখার কথা বলেন।তবে প্রোটিন এবং স্বাস্থ্যকর খাবার মানেই যে আমিষ খাবার, তা নয়।এমন অনেকেই আছেন,যাঁরা নিরামিষ খাবার খান।ফলে মাংস, মাছ, ডিমের সাদা অংশের মতো স্বাস্থ্যকর খাবার খেয়ে ওজন ঝরানোর কোনও উপায় নেই।অন্যদিকে কিছু নিরামিষ খাবার রয়েছে,যেগুলি খেলেও ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। যেমন,শরীরের যত্ন নেওয়া ছাড়াও বাড়তি ওজন কমাতে দারুণ সাহায্য করে পালং শাক।এক কাপ পালং শাকে রয়েছে প্রায় ৬ গ্রাম প্রোটিন।এ ছাড়াও পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, কে, আয়রন, ফোলেট, পটাশিয়াম। পালং শাক ফাইবারের অন্যতম উৎস। বিপাকক্রিয়ার ভাল-মন্দের উপর নির্ভর করে ওজন। পালং শাক বিপাকক্রিয়ার উন্নতি ঘটিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।পাশাপাশি,ওজন নিয়ন্ত্রণে রাখতে ভেজানো কাঠবাদামের জুড়ি মেলা ভার। আধ কাপ কাঠবাদামে প্রোটিনের পরিমাণ প্রায় ৭ গ্রাম। অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ কাঠবাদাম ওজন কমানোর পাশাপাশি মানসিক উদ্বেগের সমস্যাকেও নিয়ন্ত্রণে রাখে।আবার,ডালের মতো উপকারী খাবার খুব কমই আছে। মুগ ডাল, মুসুর ডাল, মটর ডাল, ছোলার ডাল,সব প্রকার ডালেই রয়েছে ভরপুর পুষ্টিগুণ।রান্না করা ডালে রয়েছে প্রায় ৮.৮৪ গ্রাম প্রোটিন।মাছ, মাংস, ডিমের অন্যতম বিকল্প হল ডাল। তাই ওজন কমানোর ডায়েটে ডাল রাখা জরুরি।অন্যদিকে নিরামিষ খান, অথচ ওজন কমাতে চাইছেন। এমন হলে অনায়াসে ভরসা রাখতে পারেন ছোলায়। শরীরে ভিতর থেকে শক্তি জোগায় ছোলা। ছোলায় রয়েছে ভরপুর প্রোটিন। পটাশিয়াম, ফাইবার, ফোলেট,ফসফরাসে সমৃদ্ধ ছোলা ওজন কমানোর অন্যতম একটি খাবার। খিদে পেলে ভাজাভুজি না খেয়ে বাড়িতেই বানাতে পারেন মুখরোচক ছোলার চাট।

More News

ওজন ঝরাতে কতটা দৌড়বেন 

0
শরীরচর্চা করার বিভিন্ন মাধ্যমের মধ্যে অন্যতম জনপ্রিয় পন্থা হল দৌড়। কিন্তু কে কতটা দৌড়বেন বা...

পানীয়তে চেহারায় বয়সের ছাপ

0
যখন উজ্জ্বল ও তারুণ্যময় ত্বকের কথা আসে তখন ত্বকে কী কী লাগাচ্ছেন এর থেকেও গুরুত্বপূর্ণ...

ওজন কমাতে গিয়ে বেশি কম খাচ্ছেন? 

0
ওজন কমানোর চক্করে অনেকেই খাবার খাওয়া খুব বেশি কমিয়ে দেন। বেশির ভাগ সময় নিজে থেকে...