সম্প্রতি গ্রিসে ঘুরতে গিয়েছিল টলিপাড়ার চর্চিত যুগল,অঙ্কুশ-ঐন্দ্রিলা। সেখান থেকে আইসল্যান্ডে গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে বেশ কিছু ছবিও দু’জনে ফ্যান ফলোয়ারদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন।আসলে গেরুয়া গানের শুটিং হয়েছিল আইসল্যান্ডে।
শাহরুখ এবং কাজলের দৌলতে সেই জায়গাটি এখন রীতিমতো পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে।যেমন আদিত্য চোপড়া পরিচালিত দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গ ছবির পরেও ভারতীয় পর্যটকদের কাছে সুইৎজ়ারল্যান্ডে বিশেষ গন্তব্যে পরিণত হয়েছিল।মনে আছে সে দৃশ্য,তাপমাত্রা প্রায় হীমাঙ্কের নীচে। এ দিকে শিফন শাড়িতে কাজল। তাঁকে জড়িয়ে ধরেছেন শাহরুখ খান। দু’জনে দাঁড়িয়ে রয়েছেন একটি বিমানের ধ্বংসাবশেষের উপরে। দিলওয়ালে ছবির,গেরুয়া গানে এই ভাবেই ধরা দিয়ছিলেন দুই তারকা। এ বারে শাহরুখের মতো একই পোজ়ে ধরা দিয়েছেন অঙ্কুশ। একই লোকেশনে,তবে কিছুক্ষণ পরেই ঘটেছে বিপত্তি।সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো ফ্যান ফলোয়ারদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা। সেখানে দেখা যাচ্ছে প্রচন্ড ঠান্ডার মধ্যে দিলওয়ালে ছবির সেই বিমানের উপরে দাঁড়িয়ে অঙ্কুশ। বাদশার মতো দু’হাত দুপাশে ছড়িয়ে দিয়েছেন। তার পরেই বলে উঠেছেন,ব্যাস…কাট! কাট। তার পরেই বিমানের উপর থেকে শীতে কাঁপতে কাঁপতে নেমে আসেন অভিনেতা। ভিডিয়োটি শুট করছিলেন অঙ্কুশের বান্ধবী ঐন্দ্রিলা। অভিনেত্রী বলেছেন, এটাই হচ্ছে বাস্তব। এই ছবি ছড়িয়ে পড়তেই ফ্যান ফলোয়ারদের মধ্যে কৌতূহল দানা বাঁধে।