Thursday, May 23, 2024
বিনোদনশাকিরার প্রেমে টম ক্রুজ 

শাকিরার প্রেমে টম ক্রুজ 

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় তারকা টম ক্রুজ এবং পপতারকা শাকিরার একসঙ্গে দেখা মিলেছে।২০২৩ সালের মিয়ামি ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সে তাদের শেষ দেখা হওয়ার পর থেকে টম ক্রুজ এবং শাকিরাকে ঘিরে বেশ গুঞ্জনও শুরু হয়েছে।

শোনা যাচ্ছে, রোমান্সে জড়িয়ে পড়ছেন দুই তারকা।দ্য মিশন : ইম্পসিবল তারকা ,ওয়াকা ওয়াকা-খ্যাত শাকিরার সাথে রোমান্স শুরু করতে অত্যন্ত আগ্রহী বলে জানা গেছে।বলা হচ্ছে এই জুটির মধ্যে একটি রসায়ন রয়েছে।সূত্রটি আরো জানিয়েছে,শাকিরা এখন মানসিক অবসাদে ভুগছেন।পিকের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই গায়িকার একজন সঙ্গী প্রয়োজন হয়ে পড়ে। এটি টম হতে পারেন। তিনি একজন সুন্দর চেহারার লোক এবং প্রতিভাশালী। তাদের মাঝে মিষ্টি রসায়ন আছে।দক্ষিণ ফ্লোরিডায় অটো রেসিং ইভেন্ট শেষে হলিউডের অভিনেতা টম ক্রুজ, শাকিরাকে ফুলও পাঠিয়েছিলেন। টম ক্রুজ এবং শাকিরা জুটিকে রেসের প্রারম্ভিক গ্রিডে এবং একটি ব্যক্তিগত আতিথেয়তার স্যুটে কথা বলতে দেখা গেছে।রিপোর্টে আরো উল্লেখ করা হয়েছে,ক্রুজ ও শাকিরা দীর্ঘদিন ধরেই বন্ধুত্ব রেখেছেন।এমনকি শাকিরার প্রাক্তন প্রেমিক পিকের সাথে তার বিচ্ছেদের পরে গায়িকাকে সমর্থনও করেছিলেন টম ক্রুজ।উল্লেখ্য,সম্প্রতি ১২ বছরের প্রেমিক জেরার্ড পিকের সাথে বিচ্ছেদ করেছেন শাকিরা।এই জুটির দুটি সন্তান রয়েছে। ১০ বছর বয়সী মিলান এবং আট বছর বয়সী সাশা।অপরদিকে ক্রুজ তিন সন্তানের পিতা। প্রাক্তন স্ত্রী নিকোল কিডম্যানের সাথে দুই সন্তান, যাদের নাম ইসাবেলা ও কনর এবং অন্য প্রাক্তন স্ত্রী কেটি হোমসের সাথে এক সন্তান, যার নাম সুরি।

More News

প্রেমের জন্য শাকিরার ত্যাগ স্বীকার  

0
শাকিরা দাবি করেছেন যে তার প্রাক্তন সঙ্গী জেরার্ড পিকের কারণে তাঁর ক্যারিয়ার অনেক বছরের জন্য...

শাকিরার ‘ওমেন নো লংগার ক্রাই’ 

0
পপকুইন শাকিরা দীর্ঘ সাত বছর পর খুশির খবর দিয়েছেন ফ্যানদের। সাত বছর পর অ্যালবাম প্রকাশের...

অজিত কুমারের এখন মোবাইল নেই

0
অজিত কুমার, তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা। ৫২ বছর বয়সেও এসে একের পর এক সুপারহিট...