Thursday, June 13, 2024
Sportsঅবসর ভেঙে জাতীয় দলে টনি ক্রুস

অবসর ভেঙে জাতীয় দলে টনি ক্রুস

অবসর নেওয়ার তিন বছর পর জার্মানি জাতীয় দলে ফেরার ঘোষণা করেছেন ৩৪ বছর বয়সী টনি ক্রুস। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

আগামী জুন-জুলাইয়ে জার্মানিতে অনুষ্ঠিত হবে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ আসর ইউরো চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্ট সামনে রেখে মার্চ মাসে জার্মানির প্রীতি ম্যাচের দলে ফিরতে যাচ্ছেন ক্রুস।তিনি বলেছেন, মার্চে তিনি আবারও জার্মানির হয়ে খেলবেন। কারণ কোচ টনি ক্রুসকে চাইছেন, তাঁরও ফেরার ইচ্ছা আছে এবং তিনি নিশ্চিত বর্তমানে অনেকেই যা বিশ্বাস করছেন, এই দল নিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এর চেয়েও বেশি কিছু করা সম্ভব।উল্লেখ্য ২০২১ সালে ইউরোর পরই ক্রুস জার্মানিকে বিদায় বলেছিলেন। সে আসরে ইংল্যান্ডের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল জার্মানি। তবে কোচ ইউলিয়ানস নাগেলসমানের ডাকে সাড়া দিয়ে আবারও জার্মানির হয়ে মাঠ মাতানোর প্রস্তুতি নিচ্ছেন ৩৪ বছর বয়সী মিডফিল্ডার টনি ক্রুস।

More News