Wednesday, May 31, 2023
Top Newsটর্নেডোয় লন্ডভন্ড মিসিসিপি, মৃত ২৩

টর্নেডোয় লন্ডভন্ড মিসিসিপি, মৃত ২৩

ক্যালিফোর্নিয়ার পরে এবার টর্নেডোয় বিপর্যস্ত মিসিসিপি। টর্নেডো এবং শক্তিশালী বজ্রঝড়ে মিসিসিপিতে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। প্রচুর মানুষ আহতও হয়েছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১০০ জনেরও বেশি আশ্রয়হীন হয়ে পড়েছেন।

আবহাওয়া দফতরের আশঙ্কা, টর্নেডোয় প্রায় ১০০ মাইল এলাকা জুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। এর প্রভার পশ্চিম মিসিসিপির সিলভার সিটি নামে একটি ছোট শহরে পড়েছে। ঝড়ের কারণে গোটা শহর বিদ্যুৎহীন ছিল। শহরের বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে প্রচুর গাছ ভেঙে পড়েছে। বেশ কিছু অংশে টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে।মিসিসিপির রাজ্যপাল টেট রিভস জানিয়েছেন, উদ্ধারকারী দল এখনও কাজ করছে। রোলিং ফর্কের মেয়র এলড্রিজ ওয়াকার বলেছেন, তার শহর ধ্বংস হয়ে গিয়েছে। তবে তারা আবার বেঁচে উঠবেন। এই ঝড়ের কারণে বেশ কয়েকজন তাদের বাড়িতে আটকা পড়ে গিয়েছে, সেই উদ্ধারকাজ এখনও চলছে।

More News

টর্নেডোর তাণ্ডবে বিপর্যস্ত ফ্লোরিডা

0
শক্তিশালী টর্নেডোর তাণ্ডবে বিপর্যস্ত ফ্লোরিডা।কোথাও ভেঙে পড়েছে গাছ। আবার কোথাও দামি দামি গাড়িগুলি ছড়িয়ে ছিটিয়ে...