Monday, March 27, 2023
কোচবিহারনিশীথের পোস্টার ছেড়া, উত্তপ্ত কোচবিহার

নিশীথের পোস্টার ছেড়া, উত্তপ্ত কোচবিহার

কেন্দ্রীয় সরশ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বিরুদ্ধে লাগানো পোস্টার ছিড়ে দেওয়ার অভিযোগকে ঘিরে উত্তপ্ত কোচবিহার। সম্প্রতি কেন্দ্রের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের নামে সোনার দোকানে চুরির অভিযোগে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা।
এরই প্রতিবাদে তৃনমূলের পক্ষ থেকে সারা জেলা জুরে লাগানো হয়েছে তারই পোস্টার। তৃনমূলের অভিযোগ বিজেপি লোক লাগিয়ে এই কাজ করেছে। এ বিষয়ে বিজেপির শহর মণ্ডলের অবজারভার মানষ ঘোষ জানান, এদের সম্পর্কে যত কম বলব ততই ভাল এরা নিজেরাই পোস্টার লাগায় নিজেরাই ছিড়ে ফেলে। পঞ্চায়েত ভোটের আগে এরা ভয় পেয়েছে।এ বিষয়ে তৃনমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, বিজেপি ভয় পেয়েছে তাই তারা পোস্টার ছিড়ে ফেলেছে।

More News

কেন্দ্রীয় দলকে ঘিরে বিক্ষোভে তরজা

0
আবাসে দুর্নীতির খোঁজে কেন্দ্রীয় দলকে ঘিরে ভগবানপুরে বিক্ষোভ নিয়ে রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে। বিজেপির সর্বভারতীয়...

দলের পুরনো কর্মীরা ভালো নেই, রবীন্দ্রনাথের পোস্টে বিতর্ক

0
দলের পুরনো কর্মীরা ভালো নেই। পঞ্চায়েত ভোটের আগে কোচবিহার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের পোস্টে...

আইফোন কারখানায় কর্মীদের সঙ্গে রক্ষীদের সংঘর্ষ

0
আইফোন কারখানায় কর্মীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষে রণক্ষেত্র চিন। গত তিন সপ্তাহে চিনে আড়াই লক্ষের বেশি...