প্রবল বৃষ্টি ও তুষারপাতে বিপর্যস্ত সিকিম। ফলে সিকিমে ঘুরতে গিয়ে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে পর্যটকদের। ছাঙ্গু, নাথুলা, বাবা মন্দিরের কাছে ব্যাপক তুষারপাতে আটকে পড়েছেন পর্যটকরা।
এই পরিস্থিতিতে পর্যটকদের উদ্ধারের জন্য তৎপরতার সঙ্গে কাজ করছে সেনা। বর্ডার রোডস অর্গানাইজেশন- এর তরফে পর্যটকদের উদ্ধার করা হচ্ছে। প্রায় ১৭৫ জন পর্যটককে উদ্ধার করে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, নতুন করে দার্জিলিঙের সান্দাকফুতেও তুষারপাতের খবর পাওয়া গিয়েছে। শিলিগুড়ি সহ আশপাশে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে। দু’দিন আগে সিকিমের ছাঙ্গু, নাথুলায় ব্যাপক তুষারপাতের জেরে পারমিট বন্ধ রাখা হয়েছিল। কিন্তু, আবহাওয়া ঠিক হচ্ছে না। পরিস্থিতির জেরে সেখানে পর্যটকদের যাতায়াত বন্ধ রাখা হচ্ছে। বিভিন্ন স্কুলে ফাইনাল পরীক্ষা শেষ হতেই সপরিবারে সিকিমের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন অনেকেই। কিন্তু, মার্চ মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ ব্যাপক হারে তুষারপাত শুরু হওয়ায় সমস্যায় পর্যটকরা।