Tuesday, June 28, 2022
জাতীয় সংবাদউত্তর কাশীতে ট্রেকিং, মৃত ৫ বাঙালি পর্যটক 

উত্তর কাশীতে ট্রেকিং, মৃত ৫ বাঙালি পর্যটক 

ট্রেকিং করতে গিয়ে চলন্ত গাড়িতে আগুন লেগে উত্তর কাশীতে মৃত্যু হয়েছে ৫ বাঙালি পর্যটকের। তাদের মধ্যে পাঁচ জনের মধ্যে তিনজনই গড়িয়ার বাসিন্দা। বাকি দু’ জনের বাড়ি নৈহাটিতে। সোমবার তাঁরা উত্তর কাশীতে গিয়েছিলেন।
সেখানে ট্রেকিংয়ের পরিকল্পনা ছিল তাদের। জানা গিয়েছে, বুধবার গাড়ি নিয়ে তাঁরা রওনা হয়েছিলেন। গাড়ির মধ্যে সিলিন্ডার রাখা ছিল। মাঝ রাস্তায় আচমকাই গাড়ির মধ্যে সিলিন্ডার বিস্ফোরণ হয়। মুহূর্তে আগুন লেগে যায় গাড়িতে। এরপরেই জ্বলন্ত অবস্থায় গাড়িটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের। এখনও পর্যন্ত দুজনের মৃতদেহ শনাক্ত করা গিয়েছে। বাকি কারোর দেহ শনাক্তকরণ করা যায়নি।এই খবরে শোকের ছায়া নেমে এসেছে গড়িয়া এবং নৈহাটিতে।

More News

নৈহাটিতে চেক বাউন্সে খুন, বৃদ্ধা খুনে ধৃত বালক বাগুইআটিতে

0
  বাইকের ডাউন পেমেন্টের চেক বাউন্স করায় নৈহাটিতে যুবককে পিটিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। শোরুম...

বোর্ড গঠনের পরও, পুরবোর্ড বাতিলে বিক্ষোভ ভাটপাড়ায়  

0
ভাটপাড়ায় বোর্ড গঠনের পরও শান্তি নেই, এবার পুরবোর্ড বাতিলের দাবিতে বিক্ষোভ ভাটপাড়ায়। রাস্তা অবরোধ তৃণমূল...

কামারহাটিতে প্রার্থী বিক্ষোভ, মদনের খোঁচা  

0
উত্তর ২৪ পরগনার কামারহাটি রথতলায় প্রার্থী অসন্তোষ নিয়ে কর্মিসভা করে সেখান থেকে নাম না করে সাংসদ সৌগত...