শুক্রবার সকালে আগরতলার বাড়িতে প্রয়াত তৃণমূল নেতা মুজিবর ইসলাম মজুমদারকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তৃণমূল নেতা ব্রাত্য বসু, শান্তনু সেন ও রাজীব বন্দ্যোপাধ্যায়রা। পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তাঁরা। শেষ শ্রদ্ধা জানাতে তৃণমূল নেতার বাড়িতে যান বিজেপির দুই বিধায়ক সুদীপ রায় বর্মন ও আশিস সাহা।আর এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তৃণমূল নেতা মুজিবর ইসলাম মজুমদারের ওপর হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। বুধবার এসএসকেএমে মৃত্যু হয় তৃণমূল নেতার। অভিযোগ, ২৮ অগাস্ট বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হয়েছিলেন মুজিবর ইসলাম মজুমদার। কলকাতায় এসএসকেএম-এ তাঁর চিকিৎসা করা হয়। পরে ছুটি পেয়ে বাড়ি ফিরলেও, ফের অসুস্থ হয়ে পড়েন।ফের তাঁকে এসএসকে-এ নিয়ে আসা হলেও শেষরক্ষা হয়নি। তৃণমূলের তরফে হামলার জেরে মৃত্যু বলে দাবি করা হলেও, বিজেপির দাবি, এটি স্বাভাবিক মৃত্যুর ঘটনা। উল্লেখ্য়, বৃহস্পতিবারই মুজিবর ইসলাম মজুমদারের দেহ আগরতলায় পৌঁছয়। সেখানেও শ্রদ্ধা জানিয়েছিলেন তৃণমূল নেতারা। বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন জানিয়েছেন, মুজিবর ইসলামের মৃত্যুতে তাঁরা শোকাহত। তিনি দাবি করেছেন, খুন করা হয়েছে মুজিবর ইসলাম মজুমদারকে। এ জন্য খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু হওয়া প্রয়োজন। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।
ত্রিপুরায় প্রয়াত তৃণমূল নেতাকে শেষশ্রদ্ধা নেতৃত্বের
