বিজেপিকে ক্ষমতায় আনাই তৃণমূলের একমাত্র লক্ষ্য। এমনই মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
মেঘালয়ের শিলংয়ে এক সমাবেশে পশ্চিমবঙ্গের উদাহরণ তুলে ধরে মেঘালয়বাসীকে তৃণমূলের থেকে সাবধান করেছেন কংগ্রেস সাংসদ। রাহুল গান্ধী বলেছেন, সবাই তৃণমূল কংগ্রেসের ইতিহাস জানেন। পশ্চিমবঙ্গে কী ধরনের হিংসা হয় তা সকলে জানে। তৃণমূলের ঐতিহ্য সম্পর্কে সবাই ওয়াকিবহাল। এর আগে তৃণমূল গোয়ায়ও গিয়েছিল এবং বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন। কারণ তাদের উদ্দেশ্য ছিল বিজেপিকে সাহায্য করতে হবে। মেঘালতেও তৃণমূলের উদ্দেশ্য, বিজেপি যাতে ক্ষমতায় আসে, তা নিশ্চিত করা। অন্যদিকে আদানি ইস্যু নিয়ে কংগ্রেস নেতা বলেছেন, প্রধানমন্ত্রীকে তিনি জিজ্ঞাসা করেছিলেন আদানির সঙ্গে তার সম্পর্ক কি। একটি ছবিও দেখেছেন যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গৌতম আদানির বিমানে বসে আছেন। এই বিষয়ে একটি প্রশ্নেরও উত্তর দেননি প্রধানমন্ত্রী। কিন্তু সংসদে প্রধানমন্ত্রীর বক্তৃতা পুরো কভার করা হয়েছিল।কিন্তু তাঁর ভাষণ সম্পূর্ণ দেখানো হয়নি।