এবার তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলের গ্রেফতারি নিয়ে সংসদে সরব হয়েছেন সাংসদ জওহর সরকার। শুক্রবার রাজ্যসভায় তৃণমূল সাংসদ বলেছেন, সম্প্রতি তৃণমূলের জাতীয় মুখপাত্রকে গ্রেফতার করে গুজরাটে নিয়ে যাওয়া হয়েছে।
তাঁরা এই বিষয়ে বিচার চান। পাশাপাশি সাকেত গোখলের নিঃশর্ত জামিনের দাবি জানিয়েছেন জওহর সরকার। অন্যদিকে তৃণমূলের তরফে জানানো হয়েছে, যতই হেনস্থা বা গ্রেফতার করা হোক, নোংরা রাজনীতি এবং অগণতান্ত্রিক শক্তির এজেন্ডার বিরুদ্ধে তাদের কণ্ঠস্বর আটকানো যাবে না।বৃহস্পতিবার জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবার গ্রেফতার করা হয় তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে।শুক্রবার অবশ্য জামিন পেয়ে গিয়েছেন তিনি।