রাস্তার মধ্যে মহিলাদের মার-গালাগাল তৃণমূল নেতার

0
100
ছবি সৌজন্যে : নিজস্ব

রাস্তার মধ্যে মহিলাদের তৃণমূল নেতার মারধর এবং অশ্রাব্যভাষায় গালাগালি দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। আলিপুরদুয়ারের ফালাকাটার ঘটনায় শোরগোল পড়েছে।

আলিপুরদুয়ারের ফালাকাটার কুঞ্জননগরের তৃণমূল পঞ্চায়েত সদস্য অসিত কর এবং তৃণমূল কর্মী অর্জুন দাসের বিরুদ্ধে মহিলাদের মারধরের অভিযোগ উঠেছে। ভিডিও পোস্ট করে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন। জানা গিয়েছে এলাকার একটি প্রকল্পের কাজ চলছিল। তাতে আপত্তি জানায় স্থানীয় বাসিন্দারা। পরে প্রকল্পের কাজ শুরু হলে বাধা দেন গ্রামের মহিলারা। তখনই তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর করা হয় বলে অভিযোগ।

ইতিমধ্যে ফালাকাটা থানায় এফআইআর দায়ের হয়েছে অসিত কর এবং অর্জুন দাসের বিরুদ্ধে। যদিও বিষয়টি জানেন না বলে এড়িয়ে গিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। প্রতিবাদে ফালাকাটা থানায় বিক্ষোভ দেখিয়েছে বিজেপি।