!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

30.8 C
Kolkata
30.8 C
Kolkata
More
    HomeInternationalশুল্ক সমঝোতার দায় বেজিং-র ওপর চাপালেন ট্রাম্প

    শুল্ক সমঝোতার দায় বেজিং-র ওপর চাপালেন ট্রাম্প

    Published on

    সাম্প্রতিক খবর

    শুল্ক যুদ্ধের আবহে ফের চিনকে সমঝোতার পথে হাঁটার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখন যা করার চিনকেই করতে হবে। মাথা নোয়াবে না আমেরিকা।
    হোয়াইট হাউসে প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকার সঙ্গে চিনের সমঝোতা করা উচিত, তবে আমেরিকার নয়। প্রেস সচিব আরও বলেছেন, চিন আকারে অনেক বড় হলেও বিশ্বের অন্য কোনও দেশের থেকে আলাদা নয়।
    তাই তাদের ওপর শুল্ক চাপানোর ক্ষেত্রে বিশেষ কোনও ছাড় দেবে না আমেরিকা। এরপরেই চিনকে বার্তা দিয়ে তিনি জানিয়েছেন, বেজিংয়ের সঙ্গে চুক্তি করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তুত, তবে এজন্য চিনকেই এগিয়ে আসতে হবে।
    Your ad here

    আরো খবর