গ্রেফতারির আশঙ্কা করছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মঙ্গলবারই তিনি গ্রেফতার হতে পারেন।
এক পর্নতারকাকে মোটা টাকা ঘুষ দিয়ে মুখ বন্ধ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই বিষয়ে তদন্ত করছে ম্যানহাটন ডিস্ট্রিক্ট কোর্ট। প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, স্টরমি ড্যানিয়েল নামের ওই পর্নতারকা যাতে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মুখ না খোলেন, তার জন্য আইনজীবী মারফত ১ লক্ষ ৩০ হাজার ডলার পাঠানো হয়েছিল। ডোনাল্ড ট্রাম্পই ওই টাকা পাঠিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। পাশাপাশি ম্যানহাটন আদালতের প্রধান কৌঁসুলির সচিবালয়কে আক্রমণ করে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, দুর্নীতিগ্রস্ত এবং রাজনৈতিক পক্ষপাতদুষ্ট এই সচিবালয় তাঁকে আটকাতে চাইছে, যাতে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন।