মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নিদেশ না মানার জের, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে মোট অঙ্কের আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি স্থগিত রাখা হয়েছে একটি বিরাট অঙ্কের চুক্তিও।
যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাথা নত করতে রাজি নয়। আমেরিকার বিশ্ববিদ্যালয় গুলির ক্যাম্পাসে ইহুদি-বিদ্বেষ বন্ধ করার জন্য কী কী করণীয় সে বিষয়ে কিছু শর্তাবলিও জানিয়ে দেওয়া হয়েছিল সরকারের তরফে। বলা হয়েছিল, সেগুলি না-মানলে শাস্তিস্বরূপ বিশ্ববিদ্যালয়কে আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়া হবে। প্রথম মার্কিন বিশ্ববিদ্যালয় হিসাবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।
তার কয়েক ঘন্টার মধ্যেই হার্ভার্ডকে ২২০ কোটি ডলারের সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। ৬ কোটি ডলারের একটি চুক্তিও স্থগিত রাখা হয়েছে।