প্রতিশ্রুতি নয়, প্রতিজ্ঞায় আস্থা রাখুন। মেঘালয়ের নাগরিকদের এমনই বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।মেঘালয়ের ভোটপ্রচারেও পশ্চিমবঙ্গ মডেলকে হাতিয়ার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার গারোর জনসভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন, এই নির্বাচন শুধু শাসক বেছে নেওয়ার ভোট নয়। এটা শাস্তি দেওয়ার ভোট। সেই দুর্নীতিগ্রস্ত এনপিপি সরকারকে শাস্তি দেওয়ার ভোট, যারা জনগণের জন্য মাথা উঁচু করে লড়াই করতে পারে না। মেঘালয়ের মানুষের পাশে দাঁড়াতে পারে না। দুর্নীতিতে ডুবে গিয়েছে এই সরকার। তাতে মানুষের ভাঁড়ারে শূন্যতা ছাড়া আর কিছুই নেই। এই শূন্যতাকে বিশ্বাস না করে, প্রতিজ্ঞাকে বিশ্বাস করতে হবে।মেঘালয়ের এখন সঠিক নেতার প্রয়োজন। বিজেপির তোতাপাখির দরকার নেই। এমন কোনও নেতার দরকার নেই, যিনি গুয়াহাটি এবং দিল্লির চাপে মাথা নুইয়ে ফেলবেন। এমন কোনও নেতার দরকার নেই, যার মেরুদন্ড নেই। মেঘালয়ের মানুষের কথা না ভেবে বিজেপির কাছে নতজানু হয়, এমন নেতার দরকার নেই।