Monday, March 27, 2023
প্রযুক্তি৪০ কোটি ইউজারের ডেটা বেহাত, তদন্তে টুইটার

৪০ কোটি ইউজারের ডেটা বেহাত, তদন্তে টুইটার

পশ্চিমী দেশগুলোর তারকা ব্যক্তিত্ব ও রাজনীতিবিদসহ ৪০ কোটি টুইটার ইউজারের ডেটা হাতিয়ে নেওয়ার দাবি করেছে এক হ্যাকার। ঘটনা তদন্তে মাঠে নামার ঘোষণা করেছে আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশন বা ডিপিসি।

বলা হচ্ছে, হাতিয়ে নেওয়া ডেটা ফেরত দিতে এবং নিজের কাছে থাকা সব কপি মুছে দেওয়ার জন্য দু’ লাখ ডলার দাবি করেছে হ্যাকার,রিউশি।ওই ঘটনায় টুইটারের কার্যক্রম আদৌ স্থানীয় ডেটা নিরাপত্তা আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল কি না তা পর্যালোচনা করে দেখার কথা বলেছে ডিপিসি।তবে,বিপুল সংখ্যক অ্যাকাউন্টের ডেটা বেহাত হওয়া এবং হ্যাকারের মুক্তিপণ দাবি প্রসঙ্গে সংবাদকর্মীদের কোনো প্রশ্নের উত্তরে সাড়া দিচ্ছে না টুইটার কর্তৃপক্ষ।চুরি হওয়া ডেটার মধ্যে ভুক্তভোগীদের ফোন নম্বর এবং ইমেইল ঠিকানা আছে বলে জানা যাচ্ছে। বেহাত হওয়া ডেটার ছোট নমুনা জনসাধারণের জন্য প্রকাশ করেছে হ্যাকার।তবে বলা হচ্ছে, হ্যাকারের প্রকাশিত নমুনা ডেটার মধ্যে মার্কিন কংগ্রেস সদস্য অ্যালেক্সান্ড্রিয়া ওকাসিও-কর্টেজ এবং ব্রিটিশ টিভি উপস্থাপক পিয়ার্স মর্গানের ডেটাও আছে।এ প্রসঙ্গে হালের আলোচিত-সমালোচিত টুইটার প্রধান ইলন মাস্কের প্রতিক্রিয়া জানতে টুইট করেও কোনো উত্তর পাওয়া যায় নি।তবে, ইলন মাস্ক টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার আগেই সম্ভবত হ্যাকিংয়ের ঘটনা ঘটেছিল বলে ধারণা করা হচ্ছে।

More News

টুইটারের ৫০ জন ম্যানেজারকে ছাঁটাই মাস্কের 

0
এবার ৫০ জন ম্যানেজারদের সরিয়ে তাদেরই মনোনীত কর্মীদের ওই পদে নিয়োগ করেছেন টুইটার সিইও ইলন...

‘টুইটার ফাইলস’ নিয়ে তদন্তে এফটিসি

0
ইলন মাস্কের টুইটার অধিগ্রহণের পর থেকে প্ল্যাটফর্মটির সবচেয়ে বিতর্কিত কয়েকটি সিদ্ধান্ত নিয়ে তদন্তে নেমেছে মার্কিন...

টুইটার : ২০টির বেশি দেশে ‘ব্লু’ 

0
ইউরোপের ২০টিরও বেশি দেশে চালু হয়েছে সামাজিক প্ল্যাটফর্ম টুইটারের আর্থিক ফিভিত্তিক গ্রাহক সার্ভিস,ব্লু।রিপোর্ট অনুযায়ী,এই বিস্তৃতির...