Wednesday, September 27, 2023
প্রযুক্তিসিঙ্ক হাতে টুইটার দপ্তরে

সিঙ্ক হাতে টুইটার দপ্তরে

অধিগ্রহণ চুক্তি সারতে আদালতের বেঁধে দেওয়া সময়ের ৪৮ ঘণ্টা বাকি থাকতেই টুইটার সদর দপ্তরে পা দিয়েছেন নয়া চিফ টুইট। সঙ্গে নিয়ে এসেছেন একটি সিঙ্ক!

সিঙ্ক হাতে টুইটারের কার্যালয়ে প্রবেশের একটি ভিডিও মাস্ক নিজেই টুইট করেছেন।ক্যাপশনে লিখেছেন, এন্টারিং টুইটার এইচকিউ – লেট দ্যাট সিঙ্ক ইন।টুইটারে তিনি নিজের পরিচয় দিচ্ছেন চিফ টুইট বলে।মাস্ক আদৌ আদালতের বেঁধে দেওয়া সময়ে মধ্যে মালিকানা হাতবদলের আনুষ্ঠানিকতা সারবেন কি না, সেই সংশয় অনেকটাই দূর হয়েছে টেসলার টেকনোকিং’ এর ওই পোস্টে।কোম্পানির সবচেয়ে বড় শেয়ার মালিক হিসেবে ইলন মাস্ক কর্মীদের উদ্দেশে আনুষ্ঠানিক বিবৃতি দিতে পারেন।নানা নাটকীয়তা শেষে ৪ হাজার ৪০০ কোটি ডলারে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটার কিনে নিচ্ছেন মাস্ক। তার টুইটার কার্যালয়ে প্রবেশের ভিডিও দেখে সমালোচকরা বলছেন, ভাব দেখে মনে হচ্ছে এর মধ্যেই তিনি কোম্পানির মালিক হয়ে গেছেন।মাস্ক নিজের টুইটার প্রোফাইলে নিজেকে চিফ টুইট পদবী দেওয়াতেও অবাক হননি সমালোচকরা। টেসলা প্রধান হিসেবে নিজেকে টেকনোকিং অফ টেসলা বলে পরিচয় দেন ইলন মাস্ক।সিঙ্ক হাতে টুইটার কার্যালয়ে প্রবেশের অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করেননি মাস্ক। তবে, পরের এক টুইটে বলেছেন, টুইটারে চমৎকার সব মানুষের সঙ্গে দেখা হচ্ছে।

More News

ইউক্রেনের স্টারলিংক, রাজি হননি মাস্ক

0
রাশিয়ার কবজায় থাকা ক্রাইমিয়ার সবচেয়ে বড় শহর ও বন্দরনগর সেবাস্তোপলে স্টারলিংকের স্যাটেলাইট নেটওয়ার্ক চালু করতে...

লোহার খাঁচায় মাস্ক- জুকেরবার্গ লড়াই

0
মেটা প্রধান মার্ক জুকেরবার্গ বলেছেন, প্রতিদ্বন্দ্বী সোশ্যাল মিডিয়া,এক্স-এর মালিক ইলন মাস্কের প্রস্তাবিত লোহার খাঁচায় লড়াই...

সংসদে ফিরেই টুইটার বায়ো বদল রাহুলের 

0
সাড়ে চার মাসের মধ্যে সাংসদ পদ ফিরে পাওয়ার পর নিজের টুইটার হ্যান্ডলের বায়ো বদলে ফেলেছেন...