টুইটার কাজ করতে হলে তাঁর দেওয়া শর্ত মেনে চলতে হবে। এমনই হুঁশিয়ারি দিয়েছেন সংস্থার নতুন প্রধান ইলন মাস্ক।
একটি ই-মেল পাঠিয়ে কর্মীদের ইলন মাস্ক বলেছেন, শর্ত পছন্দ না হলে বা মানতে না চাইলে তাঁর কোনও আপত্তি নেই। কর্মীরা নির্বিঘ্নে তিন মাসের বেতন নিয়ে কাজ ছাড়তে পারেন। টুইটারের বাইরের দরজা তাদের জন্য সব সময় খোলা আছে।টুইটার যে ভাবে প্রতিদিন বিপুল ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছে, তাতে ভাল কাজ এবং বেশি কাজ করা ছাড়া এই সংস্থাকে বাঁচানোর আর কোনও উপায় নেই। তাই টুইটারের কর্মীদের পরিশ্রম করার জন্য প্রস্তুত হতে বলেছেন তিনি। এই ব্যাপারে অনলাইনে কর্মীদের একটি ফর্মেও সই করতে বলেছেন টুইটারের নতুন মালিক।ইতিমধ্যেই টুইটারের অর্ধেক কর্মীকে ছাঁটাই করেছেন ইলন মাস্ক।