!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    HomeNewsdeskমালয়েশিয়ায় দুই সেনা হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত ১০

    মালয়েশিয়ায় দুই সেনা হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত ১০

    Published on

    সাম্প্রতিক খবর

    নৌসেনার বর্ষপূর্তি উপলক্ষে মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ হেলিকপ্টারের মহড়া শুরু হয়।
    পেরাকে লুমুট নৌসেনা ঘাঁটিতে সেই মহড় চলছিল। সেই সময়েই এই দুর্ঘটনা ঘটেছে বলে নৌসেনা সূত্রে খবর।জানা গিয়েছে, দু’টি হেলিকপ্টারে পাইলট-সহ মোট ১০ জন ছিলেন। সকলেরই মৃত্যু হয়েছে। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এস নিউজ।ভিডিওতে দেখা গিয়েছে, একসঙ্গে ৬-৭টি হেলিকপ্টার মহড়া দিচ্ছে। আচমকাই একটি হেলিকপ্টার অন্য একটি হেলিকপ্টারের দিকে মোড় নেয়। ফলে খুব কাছাকাছি চলে আসে দু’টি হেলিকপ্টার। তখনই একটি হেলিকপ্টারের রোটারের সঙ্গে অন্যটির সংঘর্ষ হয়। তারপর দেখা যায়, হেলিকপ্টার দু’টি গোত্তা খেয়ে প্যারেড গ্রাউন্ডে আছড়ে পড়েছে। এই ঘটনার পরই হুলস্থুল পড়ে যায়। হেলিকপ্টারের সওয়ারিদের উদ্ধারের ব্যবস্থা করা হয়। কিন্তু সকলেরই মৃত্যু হয়েছে বলে জানা যায়। দেহগুলি উদ্ধার করে লুমুট সেনা হাসপাতালে পাঠানো হয়েছে।
    Your ad here

    আরো খবর