হলিউডের সিনেমা ফ্যানদের জন্য আরো দু’টি সাড়া জাগানো ছবি নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স।যার মধ্যে রয়েছে জনপ্রিয় জুরাসিক ওয়ার্ল্ড ফ্রাঞ্চাইজির নতুন ছবি জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ।
ইউনিভার্সেল পিকচার্সের এই সিনেমার অন্যতম আকর্ষণ স্কারলেট জোহানসন। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা জনপ্রিয় এই তারকাকে ঘিরে ইতিমধ্যে ব্যাপক কৌতূহল লক্ষ্য করা গেছে।বক্স অফিসে ছবিটি দুর্দান্ত সাফল্য পাবে বলে ধারণা করা হচ্ছে।অন্যদিকে, ২০ জুন আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়া হরর ছবি, ২৮ ইয়ারস লেটার প্রথম দিনেই রেকর্ডসংখ্যক আয় করেছে।এ ছবিটিও সাফল্যের দৌড়ে অনেক দূর যাওয়ার আভাস দিচ্ছে। হলিউডের অন্যতম জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজি জুরাসিক ওয়ার্ল্ড। ১৯৯৩ সালে জুরাসিক পার্ক মুক্তির মধ্য দিয়ে এর যাত্রা শুরু।এ যাবৎ পর্দায় এসেছে এই সিরিজের ছ’টি সিনেমা। সবগুলো ছবিই দর্শকমহলে আলোড়ন তুলেছে। এবার আসছে নতুন ছবি জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ।পরিচালনা করেছেন গ্যারেথ এডওয়ার্ডস। এটি ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন’র একটি স্বতন্ত্র সিক্যুয়েল,যা চতুর্থ জুরাসিক ওয়ার্ল্ড সিনেমা এবং জুরাসিক পার্ক ফ্র্যাঞ্চাইজির সামগ্রিকভাবে সপ্তম কিস্তি। উল্লেখ্য ১৮০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ইউনিভার্সেল পিকচার্সের এই ছবি ইতিমধ্যে দর্শকদের বিশেষ আগ্রহ তৈরি করেছে।ছবির প্রধান চরিত্রে আছেন স্কারলেট জোহানসন।তার সঙ্গে আরো আছেন মাহেরশালা আলী এবং জোনাথন বেইলি। জোহানসনকে দেখা যাবে বিশেষজ্ঞ জোরা বেনেটের ভূমিকায়, অবশিষ্ট ডাইনোসরের প্রজাতি থেকে ডিএনএ সংগ্রহের জন্য নিয়োগ করা হয়েছে তাঁকে। কারণ, কিছু মানুষ চায়, ডাইনোসরকে ব্যবহার করে পৃথিবীতে তাদের কর্তৃত্ব স্থাপন করতে।জোহানসনের টিমের সদস্য ডানকান কিনকেডের ভূমিকায় অভিনয় করেছেন মাহেরশালা আলী।
জোনাথন বেইলি থাকবেন জীবাশ্মবিদ ড. হেনরি লুমিসের চরিত্রে। তাঁদের সঙ্গে থাকবে আরো কিছু চরিত্র।দীর্ঘদিন পর বড় পর্দায় এমন একটি বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক ছবিতে জোহানসনের প্রত্যাবর্তন তার ফ্যানদের মাঝে বাড়তি উন্মাদনার সৃষ্টি করেছে।