মালদার কালিয়াচকে দুই নাবালিকা বোনকে গণধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনায় অভিযুক্ত ও ধৃত তিন জনকে মালদা জেলা আদালতের বিচারক ন’দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রের খবর, মামাবাড়িতে বেড়াতে গিয়েছিল ওই দুই মাসতুতো বোন। তাদের অপহরণ করে একটি আম বাগানে নিয়ে গিয়ে তিন যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। শুক্রবার গভীর রাতে ওই দুই নাবালিকাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসার পরে শনিবার জ্ঞান ফিরে পেয়ে তারা পরিবারের সদস্যদের সব ঘটনা জানায়। সে দিনই পরিবারের তরফে স্থানীয় থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগ পেয়ে পুলিশ তিন জন অভিযুক্তকে গ্রেফতার করে।