Monday, March 27, 2023
আন্তর্জাতিক সংবাদআমেরিকা-রাশিয়ার সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে

আমেরিকা-রাশিয়ার সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে

রাশিয়াকে তার সামরিক বিমানগুলোকে সতর্কতার সঙ্গে পরিচালনা করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। রাশিয়ার ক্রিমিয়া সীমান্তের কাছে কৃষ্ণসাগরের আকাশে দু’টি রুশ জঙ্গিবিমান একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে বলে ওয়াশিংটন দাবি করার পর এ আহ্বান জানিয়েছেন অস্টিন।

আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্ক একটি দুঃখজনক অবস্থায় এবং সর্বনিম্ন স্তরে রয়েছে বলে ক্রেমলিন মন্তব্য করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ড্রোনের ঘটনায় ওয়াশিংটনের সঙ্গে উচ্চ পর্যায়ের কোনো যোগাযোগ হয়নি। এ ছাড়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা বিবৃতিতে তার যোগ করার কিছুও নেই।পেসকভ বলেছেন, দু’ দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে এবং অত্যন্ত দুঃখজনক অবস্থায় আছে। একই সময়ে রাশিয়া কখনও গঠনমূলক সংলাপ প্রত্যাখ্যান করেনি এবং এখনো অস্বীকার করছে না।এদিকে মার্কিন সামরিক বাহিনী বলেছে, একটি রাশিয়ান যুদ্ধবিমান আন্তর্জাতিক আকাশসীমায় কৃষ্ণ সাগরের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় তাদের একটি গুপ্তচর ড্রোনের প্রপেলার কাটা পড়ে।এর ফলে ড্রোনটি জলে পড়ে যায়। মার্কিন বিমানবাহিনীর জেনারেল জেমস হেকার একে রাশিয়ানদের একটি অনিরাপদ এবং অপেশাদার কাজ বলে অভিহিত করেছেন।অন্যদিকে রাশিয়া, ড্রোনটিকে আঘাত করার বিষয়টি অস্বীকার করে বলেছে, এটি তীক্ষ্ণ কৌশলের কারণে বিধ্বস্ত হয়েছে।এই অবস্থায়,আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ বলেছে, ড্রোনটি ইচ্ছাকৃতভাবে এবং উস্কানিমূলকভাবে ট্রান্সপন্ডার বন্ধ করে রাশিয়ার ভূখণ্ডের দিকে এগিয়ে যাচ্ছিল।

More News

পুতিনকে গ্রেফতারের অর্থ যুদ্ধ : রাশিয়া

0
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিদেশের মাটিতে গ্রেফতারের চেষ্টা করা হলে, তা যুদ্ধ ঘোষণা হিসেবে ধরা...

ইউক্রেন নিয়ে আলোচনায় প্রস্তুত রাশিয়া : পুতিন

0
ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চিনের ১২ দফা পরিকল্পনা নিয়ে আলোচনা করতে প্রস্তুত রাশিয়া। এমনই মন্তব্য...

শি জিনপিং ও জেলেনস্কির আলোচনা !

0
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও চীনা নেতা শি জিনপিংয়ের মধ্যে আলোচনা একটি ভাল জিনিস হবে...