কোচবিহারের দিনহাটায় বিএসএফের গুলিতে নিহত যুবকের বাড়িতে গিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। মৃত প্রেম বর্মণের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।
এছাড়াও প্রতিনিধি দলে ছিলেন এলাকার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মণ সহ অন্যান্য তৃণমূল জেলা নেতৃত্ব। এদিন তৃণমূলের প্রতিনিধি দল নিহত প্রেম বর্মণের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছে। পাশাপাশি ঘটনাস্থল ও ভারবান্দা এলাকা পরিদর্শন করেছেন। কীভাবে এই ঘটনা ঘটেছে সেটাও পুলিশের কাছে খোঁজ নিয়েছেন তাঁরা। পরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বিএসএফ-কে ব্যবহার করছে বিজেপি। প্রেম বর্মণ গরু পাচারের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ তোলা হচ্ছে। কিন্তু সে দোষী হলে তাঁকে আটক করে পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া যেত। কিন্তু সেটা না করে তাঁরা প্রেম বর্মণকে নির্মমভাবে খুন করেছে।