করোনা বিতর্কের মধ্যেই দলের বিধায়কদের সঙ্গে আবারও বৈঠক করছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। এদিকে, কোভিড-বিধি ভাঙার কারণে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা তাজিন্দর পাল সিং বাগ্গা।
তাজিন্দর পালের অভিযোগ, কোভিড আক্রান্ত অবস্থাতেই বিধি ভেঙে বাইরে বেরিয়েছেন উদ্ধব ঠাকরে। দেখা করেছেন সমর্থকদের সঙ্গেও। অভিযোগ পত্রের একটি ছবিও তিনি টুইটারে শেয়ার করেছেন। উদ্ধব ঠাকরের কোভিড-বিধি লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা অমিত মালব্যও।বুধবার সন্ধ্যায় মহারাষ্ট্র সরকারের সঙ্কটজনক পরিস্থিতিতে নিজের বাসভবনে এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গে বৈঠকে করেছেন উদ্ধব ঠাকরে। এরপর আলোচনা শেষে উদ্ধব ঠাকরে রাতেই তাঁর সরকারি বাসভবন বর্ষা ছেড়ে পৈতৃক ভিটে মাতোশ্রীতে চলে গিয়েছেন। আর তখনই একাধিক সমর্থকের সঙ্গে দেখা করে সৌজন্য বিনিময় করেন উদ্ধব ঠাকরে। করোনা আক্রান্ত হয়েও কী ভাবে এমন কাজ করেছেন মুখ্যমন্ত্রী, এই অভিযোগ তুলেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাজিন্দর পাল সিং বাগ্গা।