কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে এবার জেলে পাঠানোর হুমকি দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। কিছুদিন আগে তিনি বলেছিলেন তৃণমূল না চাইলে বিজেপি কোথাও প্রার্থী দিতে পারবে না।
তারও আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গোঁফ-দাড়ি উপড়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন। উদয়নের এই মন্তব্যের পর নিশীথের গাড়িতে হামলার অভিযোগ তুলেছিল বিজেপি। রাজনীতিতে তবে সেই মন্তব্য প্রত্যাহার করে নিশীথকে নতুন হুঁশিয়ারি দিয়েছেন উদয়ন। এদিকে উদয়ন গুহর এই মন্তব্যের বিরুদ্ধে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।