২০২১ সালে উইন্ডোজ ১১ লঞ্চ-র পর থেকেই মাইক্রোসফটের এই অপারেটিং সিস্টেমের প্রথম বড় আপডেটের জন্য অপেক্ষা করছিলেন ইউজাররা। আর অবশেষে এসেছে এটি।
২০২২ সালের বেশিরভাগ সময় জুড়ে কোম্পানির ইনসাইডার প্রোগ্রামে পরীক্ষা হয়েছে বেশ কিছু নতুন ফিচারের, যা দেখা যাবে এই বছরের উইন্ডোজ আপডেটে। এর মধ্যে আছে,ফাইল এক্সপ্লোরার,ট্যাবস।টাস্কবারের জন্য তুলনামূলক উন্নত কাস্টমাইজেশন সুবিধা।আছে, লাইভ ক্যাপশনের মতো বেশ কয়েকটি ,অ্যাক্সেসিবিলিটি ফিচার।অনেকে হয়তো এখনই পিসিতে এই আপডেট খুঁজে পাবেন না। সেটি বিবেচনা করে কয়েকটি ধাপের কথা উল্লেখ করা হচ্ছে,যার মাধ্যমে ২০২২ সালের আপডেট ডাউনলোড ও ইনস্টল করার প্রস্তুতি নিয়ে রাখতে পারবেন ইউজার।তবে প্রসেসর,এক গিগাহার্টজ অথবা এর চেয়ে দ্রুতগতির হতে হবে। পাশাপাশি, অন্তত দু’ কোরের ৬৪-বিট প্রসেসর বা,এসওসি।উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের নতুন ভার্সণের প্রাথমিক সেটআপ চালাতে বা ,এস মোডে উইন্ডোজ ১১ হোম থেকে কোনো ডিভাইস সংযোগ বন্ধে প্রয়োজন একটি সক্রিয় ইন্টারনেট সংযোগ ও মাইক্রোসফট অ্যাকাউন্ট।সরাসরি সেটিংয়ের আপডেট অ্যান্ড সিকিউরিটি থেকে উইন্ডোজ আপডেট-এর,চেক ফর আপডেটস অপশনটি বাছাই করলে ভার্শন ২২এইচ২ ইজ রেডি লেখা একটি বক্স দেখা যাবে।অপারেটিং সিস্টেমটি ডাউলোড ও ইনস্টল করে পিসি রিস্টার্টের জন্য অপেক্ষা করুন।