ভূগর্ভস্থ জলে প্রচুর পরিমানে ইউরেনিয়ামের খোঁজ মেলায় আতঙ্ক ছড়িয়েছে বিহারে। ইতিমধ্যেই নালন্দা, নওদা, কাতিহার, বৈশালী, গয়া, আওরঙ্গবাদ সহ ১০ জেলার ভূগর্ভস্থ জলের নমুনা সংগ্রহ করে লখনউয়ের কেন্দ্রীয় ভূগর্ভস্থ জল বোর্ডে পাঠানো হয়েছে।
১০টি জেলা থেকে প্রায় ১০০টি নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় ভূগর্ভস্থ জল বোর্ড-এর ডিরেক্টর ঠাকুর ব্রহ্মানন্দ সিংহ এই বিষয় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, জলে কতটা পরিমানে ইউরেনিয়াম রয়েছে তার উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই বিষয়ে কেন্দ্রীয় ভূগর্ভস্থ জল বোর্ড, বিহার সরকার এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যৌথভাবে পর্যালোচনা করছে। তবে ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড-এর তরফে এখনও পর্যন্ত পানীয় জলে কতটা ইউরেনিয়াম থাকলে স্বাভাবিক সে বিষয়ে কিছু জানায়নি। তবে বিহারের পরিবেশ দূষণ পর্ষদের চেয়ারম্যান অশোককুমার ঘোষ জানিয়েছেন, জলে ইউরেনিয়াম দূষণ মানুষের শরীরে ক্যান্সারের মোট কঠিন রোগ সৃষ্টি করতে পারে। উল্লেখ্য, হু-এর রিপোর্ট অনুযায়ী, পানীয় জলে প্রতি লিটারে ৩০ মাইক্রোগ্রাম ইউরেনিয়াম থাকা স্বাভাবিক।