মহারাষ্ট্রের এক পুরসভার সাইনবোর্ডে উর্দুতে লেখা মুছে দেওয়ার আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট-র বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ভাষা ধর্ম নয়। উর্দুকে মুসলিমদের ভাষা বলে ধরে নেওয়া দু্র্ভাগ্যজনক ও অবান্তর বিষয়।
আবেদন করেছিলেন মহারাষ্ট্রের আকোলা জেলার পাতুরের এক প্রাক্তন কাউন্সিলর। তিনি বলেছিলেন, সাইনবোর্ডে শুধু মরাঠি ভাষাতেই বার্তা লেখা উচিত। তার সঙ্গে কেন উর্দু ভাষা ব্যবহার করা হচ্ছে? তাঁর আইনজীবীর সওয়াল, পুরসভার কাজ শুধু মরাঠিতেই হওয়া উচিত।
ওই পুরসভার সাইনবোর্ডে উর্দু লেখা বন্ধের দাবিও তুলেছেন তিনি। এর আগে বম্বে হাইকোর্ট তাঁর আর্জি খারিজ করেছিল। এ বার সুপ্রিম কোর্টের বেঞ্চও খারিজ করে দিয়েছে সেই আর্জি।