Wednesday, February 21, 2024
Top Newsভেনেজুয়েলার ফুটবলারদের পেরুর পুলিশের মার 

ভেনেজুয়েলার ফুটবলারদের পেরুর পুলিশের মার 

সবার-চোখ ছিল ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচেই। সেখানে গ্যালারিতে পুলিশের মারপিট, মাঠে দু’ দলের আগ্রাসী ফুটবলই ছিল সবার আলোচনায়। তবে একইদিন পেরু-ভেনেজুয়েলা ম্যাচেও ঘটেনছ অপ্রীতিকর ঘটনা আর সেটির রেশ চলছে এখনও। 

 

ভেনেজুয়েলান ফুটবলারদের দাবী লিমার সেই ম্যাচ শেষে নিজেদের সমর্থকদের সঙ্গে উদযাপন করতে চাইলে পেরুভিয়ান পুলিশ মারধর করেছে তাদের।ঘটনা সেখানেই শেষ নয়, ভেনেজুয়েলান ফুটবলারদের সময়মতো বিমানেও নাকি চড়তে দেওয়া হয়নি। যে বিমানটি তাদের আনতে গিয়েছিল, সেটিতে জ্বালানি ভরতে দিতে চাইছিল না পেরু কর্তৃপক্ষ,এমনই অভিযোগ। প্রায় ৪ ঘন্টা খেলোয়াড়রা আটকে থাকেন, ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল যেটিকে অপহরণের সঙ্গে তুলনা করেছেন।এদিকে এই ঘটনায় খোদ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো পেরু কর্তৃপক্ষের সমালোচনা করেছেন  তাদের ভেনেজুয়েলা-বিদ্বেষী বলে।ভেনেজুয়েলান ফুটবলার নাহুয়েল ফেরারেসি এর আগে পুলিশি নির্যাতনের চিহ্ন হিসেবে তাঁর হাতের ব্যান্ডেজ দেখিয়েছেন। ঐ সময়ের একটি ভিডিও ক্লিপেও দেখা গেছে পুলিশের এই আগ্রাসন। বাছাইয়ের ঐ ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। পেরু এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। ভেনেজুয়েলা আছে চতুর্থ স্থানে।

More News

হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

0
টানা তিন জয়ে প্যারিস অলিম্পিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ড আগেই নিশ্চিত করেছিল ব্রাজিল...

মার্চে আর্জেন্টিনার প্রতিপক্ষ নাইজেরিয়া

0
কোপা আমেরিকার প্রস্তুতি সারতে মার্চে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। নাইজেরিয়া ও আইভরি কোস্টের বিপক্ষে...

চিলির জালে আর্জেন্টিনার পাঁচ গোল

0
লাতিন অঞ্চলের প্যারিস অলিম্পিক বাছাইয়ে প্রথম ম্যাচ ড্রয়ের পর টানা দু’ ম্যাচ জিতে নিয়েছে আর্জেন্টিনা।...