Wednesday, May 31, 2023
Top Newsনতুন সংসদ ভবনের পরিকল্পনা কংগ্রেসের : আজাদ

নতুন সংসদ ভবনের পরিকল্পনা কংগ্রেসের : আজাদ

নতুন সংসদ ভবন তৈরির পরিকল্পনা প্রথম করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও। নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে বিরোধীরা যখন সোচ্চার, তখনই এমন মন্তব্য করেছেন প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ।

 

তিনি আরও বলেছেন, সংসদ ভবন তৈরি হওয়া ভাল কাজ। কিন্তু ২০২৬ সালের আগে সংসদের নতুন ভবন তৈরি হওয়া প্রয়োজন বলে মনে করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নরসীমা রাও ও তত্কালীন স্পিকার শিবরাজ পাটিল। উল্লেখ্য, প্রায় ৯৭০ কোটি টাকা ব্যয়ে ১২২৪ আসন বিশিষ্ট সংসদ ভবনটি তৈরি হয়েছে। কেন্দ্রের তরফে ইতিমধ্যেই এই নতুন সংসদ ভবনের অন্দরসজ্জার ছবি প্রকাশ করা হয়েছে। ৮৮৮টি আসন বিশিষ্ট লোকসভার অন্দরসজ্জার থিম জাতীয়  পাখি মযূর। আবার ৩৮৪টি আসন বিশিষ্ট রাজ্যসভার অন্দরসজ্জা করা হয়েছে পদ্ম থিমের উপরে। বেশ কয়েকটি  বিরোধী দল এই নতুন ভবন উদ্বোধন বয়কট করেছে। এই প্রসঙ্গে গুলাম নবি আজাদ বলেছেন, কেউ এই উদ্বোধন বয়কট করলে তাঁর কারণ ব্যাখ্যা করতে হবে।

More News

মন বিনয়-কৃতজ্ঞতায় ভরে গিয়েছে : মোদী 

0
তাঁর মন বিনয় ও কৃতজ্ঞতায় ভরে গিয়েছে। বিজেপি সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষ্যে এমনই বার্তা...

গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত  

0
গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চাকা গড়াল বন্দে ভারত এক্সপ্রেসের। গুয়াহাটি থেকে ভার্চুয়ালি ট্রেনের উদ্বোধন করেছেন...

দু’সময়ের ব্যবধানে সংসদের ২ ছবি পোস্ট মুখ্যমন্ত্রীর 

0
নতুন সংসদ ভবন উদ্বোধনের পরই সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে একটি ছবি। একটি স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভার...