নতুন সংসদ ভবন তৈরির পরিকল্পনা প্রথম করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও। নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে বিরোধীরা যখন সোচ্চার, তখনই এমন মন্তব্য করেছেন প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ।
তিনি আরও বলেছেন, সংসদ ভবন তৈরি হওয়া ভাল কাজ। কিন্তু ২০২৬ সালের আগে সংসদের নতুন ভবন তৈরি হওয়া প্রয়োজন বলে মনে করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নরসীমা রাও ও তত্কালীন স্পিকার শিবরাজ পাটিল। উল্লেখ্য, প্রায় ৯৭০ কোটি টাকা ব্যয়ে ১২২৪ আসন বিশিষ্ট সংসদ ভবনটি তৈরি হয়েছে। কেন্দ্রের তরফে ইতিমধ্যেই এই নতুন সংসদ ভবনের অন্দরসজ্জার ছবি প্রকাশ করা হয়েছে। ৮৮৮টি আসন বিশিষ্ট লোকসভার অন্দরসজ্জার থিম জাতীয় পাখি মযূর। আবার ৩৮৪টি আসন বিশিষ্ট রাজ্যসভার অন্দরসজ্জা করা হয়েছে পদ্ম থিমের উপরে। বেশ কয়েকটি বিরোধী দল এই নতুন ভবন উদ্বোধন বয়কট করেছে। এই প্রসঙ্গে গুলাম নবি আজাদ বলেছেন, কেউ এই উদ্বোধন বয়কট করলে তাঁর কারণ ব্যাখ্যা করতে হবে।