Tuesday, April 23, 2024
বিনোদনপ্রয়াত গীতিকার মিল্টু ঘোষ

প্রয়াত গীতিকার মিল্টু ঘোষ

প্রয়াত গীতিকার, সুরকার  ও শিল্পী মিল্টু ঘোষ। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

জানা গিয়েছে, বার্ধক্য জনিত সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন শিল্পী। এসো মা লক্ষী গানটি আজও লক্ষী পুজোয় ঘরে ঘরে বাজে। সেই গানের গীতিকার ছিলেন মিল্টু ঘোষ। গত বছরই এই গানের ৫০ বছর পূর্ণ হয়েছে। ১৯৭৪ সালে মুক্তি পেয়েছিল বাংলা ছবি দাবি। সেই ছবিতে সুরকার ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের ভাই আমল মুখোপাধ্যায়। এছাড়াও ও আকাশ সোনা সোনা, বড় একা  লাগে সহ বহু গান তিনি রচনা করেছেন। চৌরঁঙ্গী সিনেমায় তার রচিত সঙ্গীত সাড়া জাগিয়েছিল। দিন কয়েক আগেই প্রয়াত হয়েছেন সুরকার অসীমা মুখোপাধ্যায়। শিল্পীর মৃত্যুতে শোকস্তব্ধ সংগীত জগৎ।

More News