Tuesday, September 27, 2022
জাতীয় সংবাদউপরাষ্ট্রপতি : দলকে অমান্য করে ভোট শিশির-দিব্যেন্দুর 

উপরাষ্ট্রপতি : দলকে অমান্য করে ভোট শিশির-দিব্যেন্দুর 

দলীয় নির্দেশ অমান্য করে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী। যদিও কাঁথি ও তমলুকের তৃণমূল সাংসদ ভোট দেওয়ার কথা স্বীকার করেননি

একজন প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। অন্যজন, ভোট দেওয়ার কথা অস্বীকার করেছেন। শনিবার উপরাষ্ট্রপতি নির্বাচনে  অংশ নেবে না বলে আগেই ঘোষণা করেছে তৃণমূল। দলের পক্ষে জানানো হয়, বিজেপি প্রার্থী জগদীপ ধনকড় বা বিরোধী জোটের প্রার্থী মার্গারেট আলভার কাউকেই সমর্থন করবে না তারা। তাই উপরাষ্ট্রপতি সমস্ত সাংসদকেই ভোটদান থেকে বিরত থাকতে বলা হয়েছিল। দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীকে সেই নির্দেশ চিঠি পাঠিয়ে জানিয়েছিলেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এরপরেও দলের নির্দেশ অমান্য করে শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী রাষ্ট্রপতি ভোটে অংশ নিয়েছেন। জানা গিয়েছে, শুক্রবার সাংসদদের দলীয় নৈশভোজে শিশির ও দিব্যেন্দু অধিকারীকে ডাকা হয়নি। এর আগে রাষ্ট্রপতি নির্বাচনেও শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বিধানসভা নির্বাচনের আগে থেকেই দুই সাংসদের সঙ্গে তৃণমূলের দূরত্ব তৈরি হয়।

More News

বহির্ভূত সম্পত্তি – সল্টলেকে আইপিএসের বাড়িতে সিআইডি হানা

0
হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় আইপিএস দেবাশিস ধরের সল্টলেকের বাড়িতে হানা দিয়েছে সিআইডি। আইপিএস দেবাশিস ধর, ব্যবসায়ী...

১৭ অক্টোবর কংগ্রেসের সভাপতি নির্বাচন

0
১৭ অক্টোবর হবে কংগ্রেসের সভাপতি নির্বাচন। দীর্ঘ প্রতীক্ষার পর সভাপতি নির্বাচনের দিন ঘোষণা করেছে কংগ্রেস। সূত্রের...

পেছোতে পারে কংগ্রেসে সভাপতি নির্বাচন 

0
কংগ্রেসে ফের পিছিয়ে যেতে পারে স্থায়ী সভাপতি নির্বাচন। দলীয় সূত্রে খবর, দীপাবলির পরেই নতুন সভাপতি...