সাইবার হামলার শিকার হয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।হামলায় পর্দার পেছনের সার্ভিসগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে সংবাদপত্রটি।
অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে গার্ডিয়ান জানিয়েছে, র্যানসমওয়্যার হামলার শিকার হয়েছে বলে ধারণা করছে তারা। ওই হামলায় কোম্পানির অভ্যন্তরীণ প্রযুক্তি পরিকাঠামো আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় কর্মীদের নিজের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে কোম্পানিটি। গার্ডিয়ানের অনলাইন সংস্করণ এখনও চালু আছে,নতুন সংবাদ প্রতিবেদন লেখা হচ্ছে এবং কোনো জটিলতা ছাড়াই তা ওয়েবসাইট এবং অ্যাপে প্রকাশিত হচ্ছে বলে জানিয়েছে গার্ডিয়ান। সংবাদপত্রের ছাপানো সংস্করণ প্রকাশেও কোনো জটিলতা সৃষ্টি হবে না বলে আশাবাদী গার্ডিয়ান। উল্লেখ্য,বিভিন্ন সময় আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সংবাদমাধ্যমের ওপর সাইবার অপরাধী এবং রাষ্ট্রসমর্থিত হ্যকারদের হামলার ঘটনা নতুন কিছু নয়। তবে, এবারের ঘটনা একটি র্যানসমওয়্যার হামলা বলে ধারণা করছে গার্ডিয়ান কর্তৃপক্ষ।