আইফোন কারখানায় কর্মীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষে রণক্ষেত্র চিন। গত তিন সপ্তাহে চিনে আড়াই লক্ষের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। এর ফলে লাগাতার কঠোর করোনা বিধির মুখে পড়তে হচ্ছে মানুষকে।
যার জেরে জন্ম নিচ্ছে তীব্র অসন্তোষ। এবার বিক্ষোভ ছড়িয়েছে ঝেংঝউ প্রদেশে অবস্থিত বিশ্বের বৃহত্তম আইফোনের কারখানায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায় কর্মীদের। অবস্থা সামলাতে নির্মাতা সংস্থা ফক্সকন টেকনোলজি গ্রুপের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, যে কর্মীরা চলে যাবেন, তাদের প্রত্যেককে ১ হাজার ৪০০ ডলার দেওয়া হবে। বিক্ষোভকারীদের মধ্যে অধিকাংশই নতুন কর্মী। এর আগেও আইফোন কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ করেছিল কর্মীরা। সেই বিতর্ক আরও বড় আকার ধারণ করেছে।