Tuesday, June 28, 2022
বিনোদনহিংস্র জেনারেল সঞ্জয় দত্ত

হিংস্র জেনারেল সঞ্জয় দত্ত

এক গাল দাড়ি, কপালে তিলক, চোখের চাউনিতে রয়েছে তীব্র হিংস্রতা, কেজিএফ ২ এর পর ফের একবার ভিলেনের ভূমিকায় সঞ্জয় দত্ত। প্রকাশ্যে এসেছে করণ মালহোত্রা পরিচালিত শামশেরার এক মিনিট ২১ সেকেন্ডের টিজার।

ছবিতে, ইংরেজ জেনারেল শুদ্ধ সিং-এর চরিত্রে দেখা যাবে সঞ্জয়কে। কাজা শহরের বাসিন্দাদের উপর অমানুষিক অত্যাচার চালাবেন অভিনেতা।অত্যাচারিত একদল যোদ্ধা জাতির দুর্দশার চিত্র এবং সেই দাসত্ব থেকে মুক্তির লড়াইও উঠে আসবে এই ছবিতে। আর শুদ্ধ সিং-এর হাত থেকে বাঁচাতে, দুষ্টের দমন ও শিষ্টের পালন করতে হাজির হবেন দুর্ধৰ্ষ ডাকাত শামশেরা ওরফে রণবীর কাপুর। কর্মে ডাকাত হলেও ধর্মে তিনি আজাদ, এমনই বার্তা দেবেন দস্যু রণবীর। চোখের নিমেষে ব্রিটিশ সরকারের মত শত্রু দমন করবেন শামসেরা। শামশেরায় রণবীরের নায়িকা বানি কাপুর, যদিও ছবির টিজারে তাঁর চিহ্নমাত্র নেই। খবর, চলতি সপ্তাহেই ট্রেলার রিলিজ করবেন নির্মাতারা। জানা গিয়েছে, তিনটি শহরে ওই ছবির ট্রেলার লঞ্চ করা হবে। আর এই তিন শহরেই ছবির প্রমোশনে উপস্থিত থাকবেন রণবীর কাপুর, সঞ্জয় দত্ত, বাণী কাপুর এবং করণ মালহোত্রা। কথা রয়েছে, ২২ জুলাই হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু ভাষাতে রিলিজ করবে রণবীর কাপুর এবং সঞ্জয় দত্ত অভিনীত শামশেরা।

More News

এক ভিলেনের সিক্যুয়েলের ফার্স্টলুক

0
এক ভিলেনের সাথে কোনোরকম মিল ছাড়াই তৈরী হয়েছে এক ভিলেনের সিক্যুয়েল। একজন ভিলেন নয় বরং...

ঠাকুমা হওয়ার খুশিতে নীতু

0
বংশধর আসছে কাপুর পরিবারে, অথচ খবর নেই নীতু কাপুরের কাছে। পাপারাৎজিদের থেকেই তিনি জানতে পারলেন...

সপরিবারে লন্ডনে করিনা

0
সপরিবারে লন্ডনে ছুটি কাটাচ্ছেন করিনা কাপুর খান। সম্প্রতি, সইফ আলী খান এবং তৈমুরকে সঙ্গে নিয়ে...