Tuesday, June 28, 2022
খেলাইংল্যান্ডে কোভিড আক্রান্ত কোহলী

ইংল্যান্ডে কোভিড আক্রান্ত কোহলী

করোনা আক্রান্ত হয়েছিলেন বিরাট কোহলী। মলদ্বীপে ঘুরতে গিয়ে করোনা হয়েছিল তাঁর।তবে এখন সুস্থ আছেন তিনি।অন্যদিকে,রবিচন্দ্রন অশ্বিনের করোনা হয়েছিল।

সেই কারণে দলের সঙ্গে ইংল্যান্ড যেতে পারেননি তিনি। গত সপ্তাহে ভারতীয় দল ইংল্যান্ড গিয়েছে। লন্ডন পৌঁছে জানা গিয়েছে করোনা আক্রান্ত বিরাট। খবর, মলদ্বীপে ঘুরতে গিয়ে করোনা আক্রান্ত হন বিরাট কোহলী। যদিও লন্ডনে বেশ কিছু সমর্থককে বিরাটের সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছিল।এদিকে লেস্টারশায়ারের বিরুদ্ধে ২৪ জুন থেকে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ভারতের। সেই ম্যাচে বিরাটদের নাও খেলতে দেখা যেতে পারে। করোনা থেকে সেরে ওঠার পর ক্রিকেটারদের বেশি পরিশ্রম করানোর পক্ষপাতী নয় বোর্ড। সূত্রের খবর ভারতীয় দলের আরও অনেকের করোনা সংক্রমণ থাকতে পারে।আইপিএলের পর ছুটি কাটাতে মলদ্বীপ গিয়েছিলেন বিরাট এবং তাঁর পরিবার। অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলী সেখানকার ছবিও দিয়েছিলেন। ১৩ জুন তাঁরা দেশে ফিরেছিলেন।এর পর ১৬ জুন ইংল্যান্ড উড়ে গিয়েছিল ভারতীয় দল। সেই দলে ছিলেন বিরাট কোহলীও।

More News

করোনা আক্রান্ত রোহিত শর্মা

0
করোনার জন্য গতবছর অসম্পূর্ণভাবে শেষ হয়েছিল ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ।সেই অসম্পূর্ণ সিরিজ সম্পূর্ণ করতে গিয়ে ফের...

আনুশকা রেগেছেন 

0
সংবাদমাধ্যমের ওপর বেজায় রেগেছেন বলিউডের অভিনেত্রী ও তারকা ক্রিকেটার বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মা।অনুমতি ছাড়াই...

মালদ্বীপে বনি ও কৌশানি 

0
বনি সেনগুপ্ত ও কৌশানির সম্পর্কে নাকি ভাঙন,ক দিন আগে এমনই রটেছিল।তবে সব গুঞ্জনকে উড়িয়ে ববি-কৌশানি...