ব্রিটিশ স্যাটেলাইট কোম্পানি ভার্জিন অরবিট কোম্পানির আর্থিক পরিস্থিতির সম্ভাব্য সমাধান খুঁজতে নিজেদের সকল কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
পাশাপাশি, কোম্পানির প্রায় সকল কর্মীও ছাঁটাই হবেন বলে মনে করা হচ্ছে।কোম্পানির উর্ধ্বতন কর্তারা কর্মীদেরকে এই খবর জানিয়েছেন দু দিন আগে এক বৈঠকে। পাশাপাশি, আগামী সপ্তাহের মধ্যে এই সম্পর্কে পরবর্তী আপডেট জানানোর বিষয়টিও উল্লেখ করেছেন তারা।উল্লেখ্য জানুয়ারিতে ব্রিটেনের ভূমি থেকে নিজেদের প্রথম স্যাটেলাইট অভিযান ব্যর্থ হওয়ার পরপরই কোম্পানির এই পদক্ষেপ।ওই বৈঠকে উপস্থিত এক সূত্র বলেছেন, কোম্পানির সি ই ও ড্যান হার্ট কর্মীদের বলেছেন, এই ছাঁটাই কার্যক্রমের সহায়তায় নতুন বিনোয়োগ পরিকল্পনা সাজানোর সময় পাবে ভার্জিন অরবিট।এই স্থগিতাদেশ কতো সময় দীর্ঘ হবে, ওই বিষয়টি পরিষ্কার না হলেও হার্ট বলেছেন, আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে এই সম্পর্কে আরও তথ্য পাবেন কর্মীরা।বলা হচ্ছে,বর্ধিত ট্রেডিংয়ে ভার্জিন অরবিটের শেয়ারমূল্য ১৮ দশমিক আট শতাংশ কমে গিয়ে ঠেকেছে ৮২ সেন্টে।জানুয়ারির উৎক্ষেপণে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে মহাকাশে পাড়ি জমানোর উদ্দেশ্যে ব্রিটেনের কর্নওয়াল অঞ্চলের নিউকুয়ে শহর থেকে একটি রকেট বহন করে ভার্জিন অরবিট পরিচালিত এক জাম্বো জেট। রকেটটি ঠিকমতো জ্বলে সঠিক পথে যেতে শুরু করলেও পরবর্তীতে গোলযোগ দেখা দেয় এতে।