!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

30.8 C
Kolkata
30.8 C
Kolkata
More
    HomeKolkataওয়াকফ আইন অ্যান্টি ফেডারেল স্ট্রাকচার: মুখ্যমন্ত্রী

    ওয়াকফ আইন অ্যান্টি ফেডারেল স্ট্রাকচার: মুখ্যমন্ত্রী

    Published on

    সাম্প্রতিক খবর

    সংবিধান সংশোধন না করে কেন ওয়াকফ আইন পাস করানো হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    তারপরেও চন্দ্রবাবু নাইডু, নীতীশ কুমার চুপ কেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ক্ষমতায় থাকার জন্য এসব করা হয়েছে। তিনি আরও বলেছেন একবছর পর দিল্লিতে পরিবর্তন হবে। নতুন সরকার আসবে। বিজেপির জনবিরোধী আইন সংবিধান সংশোধন করে পাল্টানো হবে। দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ওয়াকফ আইনের প্রতিবাদ করতেও বলেছেন। তাঁর কথায় তিনি তো ওয়াকফ আইনের বিরোধী। তাই পশ্চিমবঙ্গে না করে দিল্লিতে গিয়ে আন্দোলন আরও তীব্র করতে বলেছেন।
    তৃণমূল সাংসদরা এই আন্দোলনে দিল্লিতে তাঁদের পাশে থাকবেন এই আশ্বাস দিয়ে জোট ইন্ডিয়ার নেতাদের আন্দোলনের পাশে থাকার আবেদন করবেন বলে জানিয়েছেন।
    Your ad here

    আরো খবর