Wednesday, May 31, 2023
Top Newsঘন ভুরু পেতে জেল

ঘন ভুরু পেতে জেল

এক জোড়া ঘন, সুন্দর ভুরু মুখশ্রী বদলে দিতে পারে। আবার অনেকেরই ভুরু ঘন এবং কালো নয়। অনেকের আবার কোনও কারণ ছাড়াই ভুরুর রোম ঝরতে শুরু করে, পাতলা হয়ে যায় ভুরু।

 শরীরের অভ্যন্তরীণ কোনও অসুস্থতার জন্যও ভুরুর পাতলা হয়ে যেতে পারে, আবার এর পিছনে থাকতে পারে পরিচর্চার অভাব।ত্বক ও চুলের মতোই ভুরুর যত্ন নেওয়া দরকার।বাজারে নানা ধরনের জেল কিনতে পাওয়া যায়,যা ভুরু ঘন করতে পারে।সেগুলির দাম হয় অনেক বেশি।একটু সময় খরচ করে বাড়িতেই এমন জেল বানিয়ে নিতে পারেন।এর জন্যে দরকার নারকেল তেল ৫ চামচ,ভিটামিন ই ক্যাপসুল ৫টি,বাদাম তেল ৫ চামচ,অ্যালো ভেরা জেল ৫ চামচ।তারপর,একটি পাত্রে সব উপকরণ ভাল ভাবে মিশিয়ে নিন। এ বার একটি ঢাকনা দেওয়া পাত্রে এই জেলটি ভরে ফ্রিজে রেখে দিতে পারেন। বেশ কিছু দিন ধরে ব্যবহার করলেও খারাপ হবে না।এখন প্রশ্ন হলো,কী ভাবে ব্যবহার করবেন এই জেল?রাতে ঘুমানোর আগে ভাল ভাবে মুখ ধুয়ে নিন। তার পর ইয়ার বাডের সাহায্যে এই জেলটি ভুরুতে লাগাতে পারেন।

More News