কলকাতা সহ দক্ষিণবঙ্গে আরও গরমের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তৈরি হয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি।
সপ্তাহব্যাপী একইরকম পরিস্থিতি চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই পশ্চিমের জেলাগুলোয় পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রিতে। শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে লু বইতে পারে। তবে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টি হলেও গরম তাতে খুব একটা কমবে না। উল্টে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় গরমের অস্বস্তি জারি থাকবে আগামী বেশ কয়েকদিন।