Sunday, September 24, 2023
Top Newsগোটা দেশকে নেতৃত্ব দিচ্ছে পশ্চিমবঙ্গ : মমতা 

গোটা দেশকে নেতৃত্ব দিচ্ছে পশ্চিমবঙ্গ : মমতা 

গোটা দেশকে নেতৃত্ব দিচ্ছে পশ্চিমবঙ্গ। বার্সেলোনায় বাণিজ্যিক সম্মেলনে এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বার্সেলোনায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের লগ্নিবান্ধব পরিবেশের কথাও তুলে ধরেছেন তিনি।
বাণিজ্যিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গ গোটা দেশকে নেতৃত্ব দিচ্ছে। ভারতে নবজাগরণ এসেছিল পশ্চিমবঙ্গের হাত ধরেই। আর ইউরোপে নবজাগরণ এনেছিল স্পেন।তাই স্পেনের সঙ্গে আত্মিক যোগ রয়েছে রাজ্যের।স্পেন থেকে বহু ক্রীড়াবিদ পশ্চিমবঙ্গে বিভিন্ন ফুটবল দলে খেলেন। আবার স্পেনের একাধিক খেলোয়ারের জন্য রাজ্যের মানুষজন পাগল।গোটা বিশ্ব এখন একটা পরিবার। শুধু ভৌগলিকভাবে আলাদা। এরপরেই রাজ্যের শিল্পবান্ধব পরিবেশের কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, রাজ্যে সুলভে শ্রমিক পাওয়া যায়।রাজ্যে ট্যালেন্টের অভাব নেই। সাম্প্রতিক চন্দ্রযান অভিযানেও রাজ্যের ৫০ জন কৃতী আছেন। তাছাড়া লৌহ আকরিক, বস্ত্র থেকে চটশিল্প, পশ্চিমবঙ্গে একাধিক শিল্পের সহাবস্থান রয়েছে। ম্যানুফ্যাকচারিংয়েও দেশের মধ্যে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ।রাজ্যের সীমানা শিল্পের অন্যতম অ্যাডভান্টেজ।এছাড়াও অবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা রয়েছে রাজ্যে। তাই মুখ্যমন্ত্রীর কথায়, পশ্চিমবঙ্গ মানে ব্য়বসা, বেঙ্গল মানে আতিথেয়তা।

More News

স্পেন-দুবাই সফর সফল – মুখ্যমন্ত্রী

0
১২ দিনের স্পেন-দুবাই সফর যে সফল। কলকাতায় ফিরে সেকথাই শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বাসও দিয়েছে...

বিদেশের মাটিতে প্রথম বাংলার রাজ্য সঙ্গীত

0
দুবাইয়ের মাটিতে প্রবাসীদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আলাপচারিতা অনুষ্ঠানে প্রথম হয়েছে রাজা সঙ্গীত। রাজা দিবস ও...

নিউটাউনে শপিং মল লুলু গ্রুপের, বার্তা মমতাকে 

0
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিউটাউনে বিশ্বমানের শপিং মল খোলার আশ্বাস দিয়েছে দুবাইয়ের বহুজাতিক সংস্থা লুলু গ্রুপ। রাজ্যে বিনিয়োগ টানতে...